ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ ক্রিকেটের মহারাজা সৌরভ গাঙ্গুলী। তিনি বহু মানুষের ক্রাশ। তাকে সামনাসামনি দেখতে পাওয়া তার সাথে কথা বলাটা অনেকেরই স্বপ্ন। আর সেই স্বপ্নের দিকে এগিয়ে যেতে একপ্রকার সাহায্য করে জি বাংলার ‘দাদাগিরি’।এই শো এর সঞ্চালক সৌরভ। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি অনেকেই এখানে খেলতে আসেন আর সাথে করে নিয়ে যান উপহার ও কিছু ভালো মুহূর্ত।
গত ২৮ শে জানুয়ারী দাদাগিরির মঞ্চে খেলতে আসেন ছয় তারকা। ওইদিন মঞ্চে রাহুল ব্যানার্জী, রূপাঞ্জনা মিত্র, সোনালী চৌধুরী, দেবলীনা দত্ত এবং প্রস্মিতা পাল আর জুন ব্যানার্জী উপস্থিত ছিলেন। দাদার সাথে আড্ডায় বারংবার স্ত্রী ডোনা গাঙ্গুলী ও মেয়ে সানা গাঙ্গুলীর প্রসঙ্গ উঠেই আসে। এই দুজনকে নিয়ে অনেকেই প্রশ্ন করেন সৌরভকে। এবারেও তেমন এক প্রশ্নের সম্মুখীন হতে হল মহারাজাকে।
View this post on Instagram
সানা বর্তমানে রয়েছেন ইংল্যান্ডে, সেখানে ভালো চাকরি করছেন। ইংল্যান্ডেই পড়াশোনা করেছেন। তারপর এক নামি কোম্পানিতে ইন্টারশিপ করতে গিয়ে বর্তমানে সেখানেই কর্মরতা। এবার কি মেয়ের বিয়ের কথা ভাবছেন সৌরভ? তা খোলসা করেননি। তবে এদিন দাদার জামাইয়ের প্রসঙ্গ ওঠে। অভিনেত্রী দেবলীনা দত্ত দাদাকে তাঁর জামাইয়ের কথা জিজ্ঞাসা করেন।
তিনি বলেন, ‘আমার খুব জানার ইচ্ছা জামাই নির্বাচনের সময় কোন তিনটে গুগলি তোমার জামাইয়ের দিকে ছুঁড়ে দেবে?’ প্রশ্নের উত্তরে দাদা খুবই স্পষ্ট করে বলেন, ‘প্রথম প্রশ্ন হচ্ছে, আমেরিকার কোন শহরে ক্রিসমাস পালন করার আগে নিউ ইয়ার সেলিব্রেট করা হয়’। আর মজার ছলে বলেন এই প্রশ্নের উত্তর জামাই যতক্ষণে দেবে ততক্ষনে তার মেয়ের দু- তিনবার বিয়ে হয়ে যাবে। এই কথা শুনে উপস্থিত সকলেই হেসে ওঠেন।
View this post on Instagram
তবে এই প্রশ্ন শুনে দেবলীনা বুঝতে পারেন না, এই প্রশ্নটা তার দিকেই ধেয়ে এসেছে। পরে সৌরভ বলেন, এই গুগলিটা তোমার জন্য। এর উত্তর দিতে পারেননি দেবলীনা। সৌরভ উত্তরটা বলে দেন, শুধু আমেরিকা কেন? ক্যালেন্ডার অনুসারে সব জায়গাতেই ক্রিসমাসের আগেই নিউ ইয়ার পালন হয়। এই সহজ প্রশ্নের উত্তর দিতে না পারায় দেবলীনা হাত কামরায়।
উল্লেখ্য, লরেটো স্কুলের ছাত্রী ছিলেন সানা। এরপর উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন লন্ডনে। ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে স্নাতক পাস করেন সানা গঙ্গোপাধ্যায়। ইনোভার্ভ নামক একটি সংস্থায় কাজ করেন। এখন তিনি ইন্টার্নে রয়েছেন । এই সংস্থা ইন্টার্নে যা দেয় তা ভারতীয় মুদ্রায় মাসে প্রায় ১ লক্ষ ৯৪ হাজার টাকা বেতন।