বাংলা ধারাবাহিকের (Bengali Serial) কাহিনীর অনেক গুলো ভাগ হয়। যেগুলো সাধারণত আমাদের চোখে পড়ে সেগুলো হল সাহিত্যধর্মী ধারাবাহিক, সামাজিক ধারাবাহিক আর পৌরাণিক। সবসময় যেটা দেখা যায় সেটা হল সামাজিক ধারাবাহিক। যেখানে রয়েছে, পরকীয়া, কূটকাচালি ইত্যাদি। এসব দেখতে দেখতে মানুষ বোর হয়ে গেছেন।
এবার সান বাংলা (Sun Bangla) আনতে চলেছে একটি পৌরাণিক ধারাবাহিক। জি এবং স্টারের মতো সান বাংলাও কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক নতুনত্ব ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে এই চ্যানেলে। আর সেগুলোতে অভিনয় করছেন জনপ্রিয় সব অভিনেতা অভিনেত্রীরা। নতুন ধারাবাহিকের নাম ‘মঙ্গলময়ী মা শীতলা’ (Mangalmayee Maa Sitala)। যেখানে অভিনয় করতে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তী(Sudipta Chakraborty)কে।
কথিত আছে, যখন পৃথিবী আবৃত ছিল জ্বরাসুরে। মহাদেবের ঘামের ফোঁটা থেকে তার জন্ম হয়েছিল। তার অত্যাচারে মানুষ কষ্ট ভোগ করছিল। আর সেই জ্বরাসুরকে কেউ দমন করতে পারছিলেন না। ঠিক তখনই মা শীতলার আবির্ভাব হয়। ধারাবাহিকের গল্পতেও দেখা যাবে মা শীতলা কি করে জ্বরাসুরকে পরাস্ত করছে। এর পাশাপাশি দেবী শীতলার শৈশবকেও দেখানো হবে।
আরও পড়ুনঃ ময়ূরীর জীবনে অন্য পুরুষ? মেঘের জন্য আসা পাত্রকেই বিয়ে করবে সে! ধুন্ধুমার পর্ব ধারাবাহিকে
শুধু তাই নয়, গ্রামে গঞ্জে প্রচলিত আছে বসন্ত শেষে অনেক চর্মরোগের উপদ্রব হয়। আর তখনই মা শীতলাকে স্মরণ করা হয়। বর্তমান সময়ে দাঁড়িয়েও কেন মানুষ রোগ তাড়াতে দৈবনির্ভর? সেটাই এই গল্পের মাধ্যমে ফুটে উঠবে পর্দায়। এই ধারাবাহিকে ছোটো শীতলার চরিত্রে থাকবেন শুভশ্রী চক্রবর্তী। আর বড় শীতলার চরিত্রে অভিনয় করবেন সুদীপ্তা চক্রবর্তী।
জ্বরাসুরের চরিত্রে থাকবেন গৌরব মন্ডল আর বিষ্ণুর চরিত্রে থাকছেন সায়ক চক্রবর্তী। মহাদেবের চরিত্রে থাকবেন সৌগত বন্দ্যোপাধ্যায়। এছাড়াও থাকছেন নয়না বন্দ্যোপাধ্যায়, সৌগত বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সরকার সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রী। উল্লেখ্য, সুদীপ্তা চক্রবর্তী সকলের কাছে জনপ্রিয় হয়েছিলেন স্টার জলসার ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিক দিয়ে। এই ধারাবাহিকে তিনি বাহামনির চরিত্রে অভিনয় করেছিলেন। বাহামনির মতো শক্তিশালী চরিত্রে অভিনয় করতে তাঁকে আর দেখা যায়নি।