একটা বাংলা ধারবাহিক (Bengali Serial) গড়ে তুলতে যেমন দরকার কাহিনী। সেই কাহিনী হতে হবে খুব ভালো। তবে কাহিনীর পাশাপাশি যেটা দর্শকের কাছে আকর্ষণের বিষয় হয় সেটা হল ধারাবাহিকের জুটি (Serial Juti)। যেমন মিঠাই-সিদ্ধার্থ (Mithai-Siddhartha) জুটি। যে সিরিয়ালে জুটি যত বেশি ভালো হবে, তত সেই ধারাবাহিক জমবে। টিআরপিও বাড়বে। দর্শকরা বলছেন বর্তমানে এই জনপ্রিয় জুটির সংখ্যাটাই ধীরে ধীরে কমে যাচ্ছে। খাঁটি নায়ককে তারা খুঁজে পাচ্ছেন না।
যে কিনা নায়িকার সাথে মানিয়ে গুছিয়ে চলবে। স্টার জলসা এবং জি বাংলা এই দুই ধারাবাহিক চ্যানেলে অনেক নতুন নতুন ধারাবাহিক এবং নতুন নতুন জুটি আসছে। কিন্তু সেই সব জুটি গুলো দর্শকদের চোখে লাগছেনা। এই যেমন স্টার জলসার জনপ্রিয় জুটি হল অনুরাগের ছোঁয়ার সূর্য-দীপা। এই জুটি প্রথমদিকে যদিও সবার ভালো লাগত, কিন্তু এখন একদমই ভালো লাগেনা। দুজনের মধ্যে নেই কোনো বন্ডিং।
শুধুই রয়েছে ভুল বোঝাবুঝি, দূরত্ব, সন্দেহ। অন্যদিকে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’-র সৃজন-পর্ণার জুটি দর্শকমহলে জনপ্রিয় হলেও, একটা খুঁজে থেকেই যাচ্ছে। দুজনে একে অপরের পাশে থাকে বটে, কিন্তু সেটা একতরফা। পর্ণা সবসময় থাকে, আর সৃজন কিঞ্চিৎ। দুজনের মধ্যে সেরকম ভালো বন্ডিং নেই। শুধুই মান-অভিমান, সন্দেহ, রাগ, নিজের বৌকে ভুল বোঝা ইত্যাদি।
এছাড়াও রয়েছে আরও অনেক জুটি রয়েছে। কিন্তু এই সব জুটির কাছে এখনো মধ্যমণি হবে বিরাজ করছে প্রাক্তন ধারাবাহিক ‘মিঠাই’। গত বছর ধারাবাহিক শেষ হয়েছে, কিন্তু আজও মানুষ মিঠাই আর সিদ্ধার্থ জুটির নাম করেন। আজও মানুষ তাদের ভুলতে পারেননি। তাদের যে সুন্দর বন্ডিং ছিল এতেই মানুষ বিভোর থাকে।
এরা একে অপরকে সন্দেহ নয়, একে অপরের পাশে থেকে, একে অপরকে বুঝে সব সমস্যার সমাধান করেছেন। যা বর্তমানে সম্প্রচারিত হওয়া ধারাবাহিকের জুটির মধ্যে দেখা যায়না। বিপদের সময় সূর্যর মতো সিদ্ধার্থ পালাতে শেখেনি, কাছে থেকে সমস্যা মিটিয়েছে। আর তাই সকলকে ছাপিয়ে আজও দর্শকদের মধ্যমণি রূপে বিরাজ করছে মিঠাই-সিদ্ধার্থ।