সূর্য ছাড়া কেউ না, অর্জুনের সাথে সব সম্পর্ক ছিন্ন করল দীপা! ফাঁস চমকদার পর্ব

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chowa)তে চলছে মোড়ঘোড়ানো পর্ব। ধারাবাহিকের নায়ক সূর্য আর নেই, ধারাবাহিকের নায়ক এখন অর্জুন। কারণ এখন সূর্য দীপার কাহিনী দেখানো

Saranna

anurager chowa serial deepa break all relation with arjun

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chowa)তে চলছে মোড়ঘোড়ানো পর্ব। ধারাবাহিকের নায়ক সূর্য আর নেই, ধারাবাহিকের নায়ক এখন অর্জুন। কারণ এখন সূর্য দীপার কাহিনী দেখানো হচ্ছেনা, এখন অর্জুন দীপার কাহিনী দেখা যাচ্ছে। দীপার পাশে সূর্যর থাকার কথা, কিন্তু দীপার পাশে নেই সূর্য রয়েছে অর্জুন। অর্জুনের সাথে দীপার মিল হোক এটা যেমন দর্শকরা চায়, তেমনই চায় সোনা-রূপা।

এদিনের পর্বে দেখা যায়, লাবণ্য সেনগুপ্ত দীপাকে প্রশ্ন করে, অর্জুনকে সে ভালোবাসে কিনা? দীপা লাবণ্য সেনগুপ্তকে পাল্টা প্রশ্ন করে এই উত্তর জেনে তার কি হবে? তখন লাবণ্য সেনগুপ্ত বলে, আমি সূর্যকে আর তোমাকে আলাদা ভাবতে পারিনা দীপা। তারপর বলে আমার মন বলছে সূর্য একদিন তার সন্তানদের কাছে ফিরবে। 

anurager chowa serial audience get emotional to see surja deepa's break

এরপরে দীপা বলে আপনার ছেলের জন্য আমার মনে কি আছে না আছে, সেটা আমার মনই জানে। আর কাউকে না জানলেও চলবে। এরপরে লাবণ্য সেনগুপ্ত আবার প্রশ্ন করেন, তাহলে কি তুমি আর সূর্যকে ভালোবাস না। দীপা বলে, আমার কাছে ভালোবাসা মানে আমার মেয়েরা। এছাড়া এই শব্দের অর্থ আমার কাছে নেই। 

আরও পড়ুনঃ ডিভোর্স মিটতেই দীপার বিয়ের তোড়জোড় শুরু! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র মোড় ঘোরানো পর্ব

প্রবীর লাবণ্যকে বলে এতটা স্বার্থপর না হতে। প্রবীরও চান দীপা নতুন করে সবকিছু শুরু করুক। অন্যদিকে সূর্যর মনে হতে থাকে ইরাকে মিশকা পাঠিয়েছে তার কাছে। এই ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। এদিকে  দীপার মেয়েরাও চায় বাবার অভাব পূরণ করুক অর্জুন। কিন্তু দীপা তা চায়না। তাই সে অর্জুনের বাড়িতে উপস্থিত হয়। 

anurager chowa serial deepa fight with surja for rupa

দীপা অর্জুনকে বলে, সে যেন আর তার বাড়ি না আসে। অর্জুন এর কারণ জানতে চায়, তখন দীপা বলে সোনা-রূপা অবুঝ, ওরা তাদের বাবাকে হারিয়ে দিশেহারা হয়ে গেছে। এরপরে দীপা বলে আমি সূর্যকে নিয়ে যতই রাগ করি, ঘৃণা করিনা কেন, মানুষটাকে কোনোদিন মুছে ফেলতে পারবনা। কোনোদিন ভুলতে পারব না। 

× close ad