স্টার জলসার (Star Jalsha) একটা জনপ্রিয় সিরিয়াল ছিল ‘মেয়েবেলা’ (Meyebela)। খুব কম সময়ের জন্য এই সিরিয়াল পর্দায় সম্প্রচার হলেও তা দর্শকের মনে থেকে গিয়েছে আজও। সিরিয়ালের মৌ-ডোডো জুটিকে এখনও ভুলতে পারেননা দর্শক। তাদের একসাথে পর্দায় ফিরে পেতে অপেক্ষা করছেন অনুরাগীরা। এই সিরিয়ালে মৌ এর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল স্বীকৃতি মজুমদার(Swikriti Majumder)কে।
আর ডোডো’র চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতা অর্পণ ঘোষাল(Arpan Ghoshal)কে। এই জুটি ‘মেয়েবেলা’র পর্দায় ছিল একদম নতুন। তবে পর্দার মৌ-ডোডোর পাশাপাশি অর্পণ আর স্বীকৃতির মাঝে বন্ধুত্বটা বেশ ভালোই গড়ে ওঠে। তাদের এখনও ছোটপর্দায় ফিরতে না দেখা গেলেও তারা একসাথে ওটিটির পর্দায় কাজ করে ফেলেছেন।
‘রাজা রানী রোমিও’ তেও তাদের জুটি অন্যরকম ছাপ ফেলেছে দর্শকমনে। গতকাল অভিনেতা অর্পনের জন্মদিন ছিল। তার জন্মদিন উপলক্ষ্যে সহ-অভিনেত্রী জানালেন ভালোবাসায় ভরা শুভেচ্ছা। অভিনেত্রীর পোস্ট দেখে অনুরাগীরা বেশ খুশি। পাশাপাশি তারাও অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন।
আরও পড়ুনঃ ‘আমি কখনও হিরোইন হতে চাইনি’, ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মিঠাই খ্যাত ‘ধারা’ অভিনেত্রী অর্কজা
View this post on Instagram
এদিকে প্রিয় জুটিকে এতদিন পর আবার একফ্রেমে দেখেও বেজায় উল্লাস প্রকাশ করেছেন দর্শকেরা। অভিনেত্রী তার আর অর্পনের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘শুভ জন্মদিন ডোডো দা, শুভ জন্মদিন ইমরান, শুভ জন্মদিন অর্পণ। আর ছবি খুঁজে পেলামনা আমি সরি।’ অভিনেত্রী পোষ্টে লুকিয়ে আছে মজাও। যা দর্শকেরও বেশ ভালো লেগেছে।