বাবার বিয়ে মা কে ছাড়া, ছোট্ট ‘ওশ’র কথায় চোখে জল মায়ের! ছেলের কথা জানালেন পিঙ্কি

টলিপাড়ার (Tollywood) এখন হট টপিক কাঞ্চন-শ্রীময়ীর বিয়ে। গত ২রা মার্চ ৫৩ বছর বয়সী কাঞ্চন মল্লিকে(Kanchan Mullick)র গলায় মালা দেন ২৬ বছর বয়সী শ্রীময়ী চট্টরাজ(Sreemoyee Chattoraj)।

Nandini

kanchan mullick ex wife openup about how their son osh's reaction on father's wedding

টলিপাড়ার (Tollywood) এখন হট টপিক কাঞ্চন-শ্রীময়ীর বিয়ে। গত ২রা মার্চ ৫৩ বছর বয়সী কাঞ্চন মল্লিকে(Kanchan Mullick)র গলায় মালা দেন ২৬ বছর বয়সী শ্রীময়ী চট্টরাজ(Sreemoyee Chattoraj)। কাঞ্চন-শ্রীময়ীর মাঝে সম্পর্কের গুঞ্জন শুরু হয় বেশ কিছু বছর আগে। ২০২১ সালে কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কি ব্যানার্জী (Pinky Banerjee) স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন। তবে কখনোই কাঞ্চন বা শ্রীময়ী তাদের সম্পর্ক নিয়ে কিছু স্পষ্ট করে বলেননি।

চলতি বছরের ১০ ই জানুয়ারি দীর্ঘ সময়ের পর কাঞ্চন মল্লিক আর পিঙ্কি ব্যানার্জীর আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়। আর ঠিক তার পরেই সকলকে চমকে দিয়ে নিজের তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আনেন কাঞ্চন। তার দীর্ঘদিনের সঙ্গী শ্রীময়ীকে ১৪ ই ফেব্রুয়ারি বিয়ের প্রস্তাব দেন। শুধু তাই নয় ঐদিনই আইনি বিয়ে সেরে ফেলেন তারা।

sreemoyee kanchan's wedding moments

 

তবে কাঞ্চনের এইটা তিন নম্বর বিয়ে হলেও শ্রীময়ীর প্রথম বিয়ে। তাই তাতে কোনোরকম খামতি রাখেননি অভিনেতা। গায়ে হলুদ থেকে সাতপাক সমস্ত নিয়ম, রীতিনীতি মেনেই বিয়ে সারেন তারা। পিঙ্কি কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী। তাদের রয়েছে একটি ১০ বছরের ছেলে। মা-বাবার বিচ্ছেদ থেকে বাবার তৃতীয় বিয়ে সবটাই সে দেখতে পাচ্ছে। বাবার বিয়েতে কি বলল ছোট্ট ‘ওশ’।

আরও পড়ুনঃ ‘ওর অভিনয় দেখে আমি ডায়লগ ভুলে যাই’, পুতুলের অনবদ্য অভিনয়ে মুগ্ধ সহ অভিনেতাও 

সংবাদমাধ্যমে পিঙ্কি ছেলের বলা কিছু কথা তুলে ধরেন। পিঙ্কি জানিয়েছেন, ছেলের তার বাবার প্রতি কোনো ঘৃণা নেই। কাস্টাডির সময় ওশ তার মায়ের সাথেই থাকতে চেয়েছিল। পিঙ্কি জানান কাঞ্চনও ছেলের কাস্টাডি দাবি করেননি। বরং ডিভোর্সের সময় খোরপোষ বাবদ পিঙ্কিকে ৫৬ লক্ষ টাকা দিয়েছেন। যা ছেলের ভবিষত্যের জন্য কাজে লাগবে।

kanchan mullick ex wife openup about how their son osh's reaction on father's marriage

ওশ তার বাবার বিয়ে নিয়ে মাকে জানিয়েছে, “যেটা বাস্তব সেটা বাস্তব। আমরা আবার নতুন করে জীবন শুরু করব।” আরও জানান, “বাবাকে ক্ষমা করে দিয়েছে ওশ।” মায়ের সাথে তার নতুন জীবনের পথচলায় পাশে আছে ছেলে। প্রসঙ্গত, ওশ বর্তমানে ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। সে দুটি মুরগীকে নিজের পোষ্য বানিয়েছে। মায়ের সাথে গল্প, আড্ডা, খেলাধুলা, ড্রামা ক্লাস সব মিলিয়ে বেশ আছে সে।

× close ad