‘শ্রীময়ী ২’! ফিরছে জুন আন্টি-অনিন্দ্য দা জুটি, খবর পেতেই লাফাচ্ছে দর্শকেরা

Bengali Serial : টলি (Tollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক জুটিই তৈরী হয়েছে, যেগুলো আজও চিরন্তন। সেই জুটি পজিটিভ হোক কিংবা নেগেটিভ, সবসময়ই দর্শকদের মনে রয়ে যায়।

Saranna

ushashi and sudip are coming togather in new serial

Bengali Serial : টলি (Tollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক জুটিই তৈরী হয়েছে, যেগুলো আজও চিরন্তন। সেই জুটি পজিটিভ হোক কিংবা নেগেটিভ, সবসময়ই দর্শকদের মনে রয়ে যায়। তেমনই একটি জুটি হল অনিন্দ্য দা (Anindya Da) আর জুন আন্টির (Jun Anty) জুটি। এই জুটির দেখা মিলেছিল, স্টার জলসার ‘শ্রীময়ী’ ধারাবাহিকে। ধারাবাহিক শেষ হয়ে গেলেও জুটি এখনও মনে রয়ে গেছে দর্শকদের।

অনিন্দ্য রায়ের চরিত্রে অভিনয় করেছেন সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee) এবং জুন আন্টির চরিত্রে অভিনয় করেছেন ঊষসী চক্রবর্তী (Ushasi Chakraborty)। এই দুই জুটি আবার ফিরছেন। দর্শকদের জন্য এটা একটা সুখবর। লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায় একসাথে জুটি বেঁধে একটা নতুন ধারাবাহিক নিয়ে আসছেন, সেই ধারাবাহিকেই দেখা মিলবে এই জুটির।

sreemoyee june aunty

শ্রীময়ী ধারাবাহিকে যেমন ঊষসীকে নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল, ঠিক তেমনই নতুন ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। তবে দুজনকে একে অপরের বিপরীতে দেখা যাবে কিনা তা জানা যায়নি। এই ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাবে শন বন্দ্যোপাধ্যায়কে আর নায়িকার চরিত্রে দেখা যাবে অনুষ্কা গোস্বামী।

আরও পড়ুনঃ পর্দার ‘পুতুল’ গানেও পারদর্শী, শ্রীতমার গান শুনে প্রশংসার ঝড় দর্শকমহলে

শনকে দেখা গিয়েছিল স্টার জলসার ‘মন ফাগুন’ ধারাবাহিকে। আর অনুষ্কাকে দেখা গিয়েছিল গাঁটছড়া ধারাবাহিকের খড়ির ছোটবোনের চরিত্রে। এ প্রসঙ্গে ঊষসী জানান, ‘সবার মতো আমিও শুনেছি এটা। আমি কিছু নিশ্চিত করতে পারছিনা। এটা যদি সত্যি হয়, তাহলে সকলের মতো আমিও খুশি হব। একটা কথাবার্তা চলছে ফাইনালি কিছু জানা যায়নি। এটা লীনাদি আর চ্যানেল কর্তৃপক্ষ বলতে পারবে।

ushashi and sudip are coming togather back in new serial

লীনাদির সাথে কাজ করলে আমার ঘর ওয়াপসি হবে। ছোটবেলা থেকে ওদের হাউজে কাজ করে যাচ্ছি। যতবার কাজ করেছি ততবারই প্রশংসা পেয়েছি। সেটা সোনার হরিণ হোক বা জুন আন্টি।’ লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘নতুন প্রজেক্ট নিয়ে আমি কিছু বলতে পারব না। চ্যানেলের নিষেধাজ্ঞা রয়েছে। আরও কয়েকটা দিন সময় লাগবে এ বিষয়ে বলতে। এখনো অনেক কিছুই ফাইনাল হয়নি।’

× close ad