Parthasarathi Deb : টলিপাড়া (Tollywood) শোকের ছায়ায় নিমজ্জিত। আবারও এক প্রবীণ অভিনেতার অকাল প্রয়াণ ঘটল। গত এক মাস যাবৎ হাসপাতালে বেঁচে থাকার কঠিন লড়াই করে চলেছিলেন অভিনেতা পার্থসারথি দেব (Parthasarathi Deb)। গত ২২ শে মার্চ রাত ১১.৫০ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই প্রয়ানে অনেকেই সোশ্যাল মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
আর্টিস্ট ফোরাম প্রেস একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অভিনেতাকে শ্রদ্ধাজ্ঞাপনের উদ্দেশ্যে। সেই বিজ্ঞপ্তিতে উল্লিখিত আছে, ২৩ শে মার্চ শনিবার দুপুর ১২ টা নাগাদ অভিনেতার মরদেহ টেকিনিশিয়ান্স স্টুডিয়ওতে আনা হবে। সেখানে মাল্যদানের মাধ্যমে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন প্রিয়জন, সতীর্থ ও গুনাগ্রহীরা।
প্রসঙ্গত, গত একমাস ধরেই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়। দীর্ঘসময় ধরেই তিনি শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। ফুসফুসের সংক্রমণে আক্রান্ত ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি থাকাকালীন তার অবস্থার আরও অবনতি হতে থাকায় অভিনেতাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। শুক্রবার রাতে তিনি ভেন্টিলেশনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুনঃ ‘সুচিত্রা সেনকে এড়িয়েই…..’ কেমন ছিলেন ‘মহানায়িকা’? মুখ খুললেন লিলি চক্রবর্তী
উল্লেখ্য, ছোটপর্দায় একাধিক ধারাবাহিকের পরিচিত মুখ প্রয়াত অভিনেতা পার্থসারথি দেব। বড় পর্দাতেও কাজ করেছেন সমান তালে। প্রায় ৪০ বছর ধরে তিনি জড়িয়ে ছিলেন অভিনয় জগতের সঙ্গে। তবে ছিন্ন হয়নি কখনও মঞ্চের প্রতি ভালোবাসা। থিয়েটার-নাটক থেকেই হাতেখড়ি ছিল অভিনেতার। সম্প্রতি, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘রক্তবীজ’এ দেখা গিয়েছিল অভিনেতাকে।