আবহাওয়ার খবর (Weather Update) : প্রতিদিনের বাড়তে থাকা গরমের থেকে সাময়িক হলেও স্বস্তি মিলেছে। গতকাল কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। ঝোড়ো হওয়ার পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। কোথাও মাঝারি তো কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে। আর এই বৃষ্টির জেরে দীর্ঘদিনের গুমোট দমবন্ধ হওয়া পরিস্থিতির হাত থেকে মুক্তি পেল বঙ্গবাসী।
আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান ও পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বোঝাই যাচ্ছে রাজ্যে বর্ষা প্রবেশ করেছে। আশা করা হচ্ছে এবার থেকে প্রতিদিনই ধীরে ধীরে বৃষ্টিপাতে পরিমাণ কিছুটা বাড়বে ও তীব্র গরমের হাত থেকে মুক্তি পাবে আমজনতা। চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার খবর।
আবহাওয়ার পূর্বাভাস : (Weather Update today)
আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.১° সেলসিয়াস পর্যন্ত যেতে পারে
আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮° সেলসিয়াস
বাতাসে আর্দ্রতা থাকবে ৭৯%
বাতাসের গতিবেগ ১৯ কিমি/ ঘন্টা
আজ আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা : ৭০%
আজকের আবহাওয়ার খবর : (Weather Report Today)
বিচ্ছিরি গুমোট গরমেরে শিকার হয়ে নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছিল সকলেরই। মাঝে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে ঠিকই তবে তাতে খুব একটা স্বস্তি পাওয়া যাচ্ছিলো না। বরং আদ্রতা জনিত কারণে অস্বস্তি একই রয়ে গিয়েছিল। তবে গতকাল সন্ধ্যের পর বৃষ্টির জেরে অনেকটাই ঠান্ডা হয়েছে আবহাওয়া। আজ অর্থাৎ বুধবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫.১ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে থাকতে পারে। এছাড়া বাতাসের আপেক্ষিক আদ্রতা প্রায় ৭৯ শতাংশের কাছাকাছি থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবরঃ
উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে বর্ষা আগেই শুরু হয়ে গিয়েছে। প্রবল ঝড়বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিমপং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ ২৪ দিনাজপুর ও মালদায় বৃষ্টিপাত চলছে। আর আজকেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতে সম্ভাবনা থাকছে। আগামী ৪-৫ দিন এমনই আবহাওয়া থাকবে ও বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। এমনকি বন্যার আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবরঃ
দক্ষিণবঙ্গে কলকাতা ও আশপাশের এলাকায় গতকালই বৃষ্টি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সাথে ঝোড়ো হাওয়া আর বজ্রবিদ্যুৎপাত চলবে। আগামী ২০ তারিখ পর্যন্ত এমনই বৃষ্টির আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।