দর্শকের ভালোবাসায় ফিরল ‘সার্মি’ জুটি, বহুদিন পর অন্বেষা-ঋত্বিককে একসাথে দেখে বেজায় খুশি দর্শক

Writwik-Annwesha : কিছু ধারাবাহিক এবং কিছু ধারাবাহিকের জুটি এতটাই জনপ্রিয় হয়ে যায় যে ধারাবাহিক শেষ হলেও রয়ে যায় সেই ধারাবাহিকের জনপ্রিয়তা, জুটির জনপ্রিয়তা। তেমনই একটি

Saranna

annwesha hazra and writwik mukherjee in new project togather

Writwik-Annwesha : কিছু ধারাবাহিক এবং কিছু ধারাবাহিকের জুটি এতটাই জনপ্রিয় হয়ে যায় যে ধারাবাহিক শেষ হলেও রয়ে যায় সেই ধারাবাহিকের জনপ্রিয়তা, জুটির জনপ্রিয়তা। তেমনই একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘এই পথ যদি না শেষ হয়’। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অন্বেষা হাজরা (Annwesha Hazra)(উর্মি) এবং ঋত্বিক মুখার্জি (Writwik Mukherjee)(সাত্যকি)।

২০২২ এর ডিসেম্বরে শেষ হয়ে গেলেও এখনো মানুষ ধারাবাহিকটাকে ভুলতে পারেননি। এখনো মানুষ ধারাবাহিকের ক্লিপ দেখে আনন্দ পান। উর্মি আর সাত্যকি জুটি সকলেরই খুব পছন্দের। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর দুজনের জুটি আলাদা হয়ে যায়। অন্বেষাকে দেখা গিয়েছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’ তে।

suddenly ei poth jodi na sesh hoy director announced to quit1

আর ঋত্বিককে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মন দিতে চাই’ তে। তবে দুইজনকে একসাথে দেখতে চান দর্শক। সকলেই মন খারাপ করছেন। তবে আর চিন্তা নেই, দুজনকে আবার দেখা গেল একসাথে, দুজনেই ধরা দিলেন ‘শহরের উষ্ণতম দিনে’। তাদের দুজনকে একসাথে দেখে সকলেই বেশ খুশি। অনেকদিন পর দেখা মিলেছে দুজনের খুশি তো হবারই কথা।

আরও পড়ুনঃ নতুন ধারাবাহিকে ফিরলেন ‘তোমার খোলা হাওয়া’ অভিনেতা, বেজায় খুশি দর্শক

অনুরাগীরা তাই বলছেন, ‘ভালোবাসার ‘সার্মি’ আমাদের ইমোশন কতদিন পর দুজনকে একসাথে দেখলাম। প্রিয় মানুষগুলো কে একসাথে দেখতে খুব ভালো লাগে। লুকগুলো ভীষণ সুন্দর আর দুজনকেই খুব কিউট লাগছে। ‘উল্লেখ্য, বর্ধমানে বাড়ি অন্বেষার। সাইকোলজিতে অনার্স। পড়াশোনার জন্য বর্ধমান ছেড়ে চলে এসেছেন কলকাতায়। তবে পড়াশোনা তার ধ্যান জ্ঞান নয়, ইচ্ছে ছিল অভিনয়ের। আর তাই পড়াশোনার সঙ্গে সঙ্গেই শুরু হয় অভিনয় শিক্ষা। তারপরই সুযোগ পান অভিনয়ের।

 

View this post on Instagram

 

A post shared by Rudra Saha (@rudra_saha_official)

অন্যদিকে ঋত্বিক মুখার্জীর থিয়েটারের প্রতি প্রেম ছিল সাংঘাতিক। অনেক ছোটো বয়স থেকেই রোজগার করা শুরু করেছেন। তারপর এক বছর চাকরি করেছেন। টাকা জমিয়ে থিয়েটার করেছেন, লকডাউন চলাকালীন সবজি বিক্রিও করেছেন। তারপর চ্যানেল থেকে হঠাৎই সুযোগ আসে অভিনয়ের। তারপরই ভাগ্যের চাকা খুলে যায় অভিনেতার।

× close ad