‘দিদি নং ১’ এর মঞ্চে পুতুল নাচ! বর্ষবরণে বিশেষ চমক নিয়ে হাজির হলেন শিমুল ও তার বন্ধুরা

Didi No 1: দিদি নং ১ এর মঞ্চ নববর্ষ পালন হবেনা তা কি করে হয়? তাই ১৪ ই এপ্রিল বাংলার ১ লা বৈশাখ ১৪৩১ পালনে

Nandini

kar kache koi moner katha serial team coming on didi no1 stage

Didi No 1: দিদি নং ১ এর মঞ্চ নববর্ষ পালন হবেনা তা কি করে হয়? তাই ১৪ ই এপ্রিল বাংলার ১ লা বৈশাখ ১৪৩১ পালনে সেজে উঠল দিদি নং ১ এর মঞ্চ। আর সেই উৎসবে সামিল হতে মঞ্চে হাজির হবেন ‘কার কাছে কই মনের কথা'(Kar Kache Koi Moner Katha)র দিদিরা। অর্থাৎ শিমুল আর তার বন্ধুরা। ঐদিন শিমুল, সুচরিতা, শীর্ষা আর পুতুলকে দেখা যাবে।

খেলা, আড্ডা, গান আর জমিয়ে খাওয়াদাওয়ায় হবে নববর্ষ পালন। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সেই বিশেষ পর্বের চমক। চ্যানেলের তরফে এই ছোট্ট প্রোমো শেয়ার করা হয়েছে সোশ্যাল মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে শিমুল (মানালি দে), বিপাশা (স্নেহা চ্যাটার্জী), শীর্ষা (সৃজনী মিত্র) আর পুতুল (শ্রীতমা ভট্টাচার্য) একসাথে হাজির হয়েছে। তারা একত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এসো হে বৈশাখ’ গানে নৃত্য পরিবেশন করছেন।

is kuyasha biswas leave kar kache koi moner kotha serial ask audience

তাদের সকলের তারা সকলেই মোটামুটি লাল সাদা শাড়িতে সেজে উঠেছেন। বিপাশা, শিমুল আর শীর্ষার মাথায় দেখা গেছে জুঁই ফুলের মালা। প্রোমোতে তাদের নাচের পরেই রয়েছে এক হাস্যকর চমক। যা দেখে রচনা ব্যানার্জীর হাসি থামছেনা। পাশাপাশি এই প্রোমো দেখে দর্শকও বেশ আনন্দ পেয়েছেন। সেখানে দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ পরাগকে খুঁজে আনতে বাড়ি ছাড়ল শিমুল, ফাঁস ‘কার কাছে কই মনের কথা’ ধুন্ধুমার পর্ব

রবীন্দ্রনিত্য শেষ করেই শিমুল বলছে, ‘আপনাদের জন্য স্পেশাল পারফরমেন্স আমার পুতুলের।’ এবার ভাবছেন নিশ্চই মানালির আবার কোন পুতুলের পারফরমেন্স নিয়ে এলেন? আসলে এই পুতুলকে আপনারা সকলেই চেনেন। এই পুতুল হল ‘কার কাছে কই মনের কথা’র অন্যতম চরিত্র। যে চরিত্রে দুর্ধর্ষ অভিনয় করছেন শ্রীতমা ভট্টাচার্য। শ্রীতমার সেই বিশেষ নাচ দেখে হাসি থামছেনা কারুর।

পাশাপাশি বেশ আড্ডায় মজেছিলেন সকলে। এইদিন মঞ্চে নিজের মনের কথা জানিয়ে মানালি বলেন, ‘বছরের প্রথম দিন মনের আনন্দে কাটাতে চাই কারণ প্রথম দিন তুমি যেটা করবে, সারা বছর সেটা তোমায় করতে হবে।’ এই বিশ্বাস বহু বাঙালির মত অভিনেত্রীর মনেও রয়েছে। খেলার ফাঁকে অভিনেত্রীকে রচনা ব্যানার্জীকে জড়িয়ে ধরতেও দেখা যায়।

× close ad