Neem Phooler Madhu : জি বাংলার (Zee Bangla) বেশ জনপ্রিয় সিরিয়াল হয়ে উঠেছে ‘নিম ফুলের মধু’। ভরপুর বিনোদন আর প্রাচীনপন্থী মানুষের চিন্তাধারার পরিবর্তন নিয়ে এই গল্প। সৃজন-পর্ণা জুটি মন জয় করেছে দর্শকদের। ‘মায়ের বাবুউউউউ’ এখন পর্ণার স্বামী হয়ে সবসময় তার পাশে থাকার চেষ্টা করে। সমস্ত বিপদে পর্ণাকে রক্ষা করতে সবার আগে এগিয়ে যায় সৃজন।
সম্প্রতি, পর্ণার সন্তান ভূমিষ্ঠ হতে দেখা গেছে ধারাবাহিকে। কিন্তু পর্ণা কন্যা সন্তানের জন্ম দিয়েছে। আর তাতেই গোল বেঁধেছে পর্ণা আর তার শাশুড়ির মাঝে। তার শাশুড়ি নাতি চেয়েছিলেন। তার কথায় পর্ণা তাকে জব্দ করতে ইচ্ছে করে মেয়ে সন্তান নিয়েছে। পর্ণা এবং বাড়ির লোক নানাভাবে কৃষ্ণাকে বোঝানোর চেষ্টা করলে সে কিছুতেই বুঝতে চায়না।
তার সেই এক কথা সে নাতনি মেনে নেবেনা। তবে দত্ত বাড়ির সময় মেল ট্রেনের গতিতে ছুটে চলেছে। পর্ণার সদ্যজাত কন্যা স্কুল যেতে শুরু করে দিয়েছে। .ছোট্ট বুবাই মাধ্যমিক দেবে দ্বিতীয়বারের জন্য। আর পর্ণা আর রুচিরার একসাথে প্রমোশনও হয়েছে। দত্ত বাড়িতে পর্ণার হাত ধরে অনেক বিপ্লবই ঘটেছে। তা দর্শকের অজানা নয়।
আরও পড়ুনঃ ঝড়ের গতিতে এগিয়ে গেল গল্প, ‘নিম ফুলের মধু’র নতুন পর্ব দেখে তাজ্জব দর্শক
এবার পর্ণা নিজের মেয়েকে নিয়েও ঘটাল এক দুর্দান্ত বিপ্লব। মেয়ের হাতেখড়ির দিন যে পুরোহিত পুজো করতে এসেছিলেন তিনি অসুস্থ হয়ে পড়েন। যথারীতি হাতেখড়ি আর পুজো দুটোতেই বাধা পরে। তখন পর্ণার মেয়ের হাতেখড়ি কিভাবে হবে? সকলে সেই চিন্তা করলে মাঝখান থেকে কৃষ্ণা ব্যঙ্গ করে বলে মেয়ের আবার ঘটা করে হাতেখড়ি!
সেই সমস্যার সমাধান করে পর্ণা। চিরকালই সে ভুল চিন্তাভাবনার প্রতিবাদ করে এসেছে। এবারেও পিছপা হয়নি। সে জানায় সে নিজেই মেয়ের হাতেখড়ি দেবে। কৃষ্ণা নাক সিঁটকোলে পর্ণা জানায়, মা যদি সন্তানকে প্রথম বুলি শেখাতে পারে, তবে প্রথম লেখাটাও মায়ের হাতে হতেই পারে। আর তাই পর্ণাই নিজের মেয়ের হাতেখড়ি সম্পন্ন করায়।