বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, বন্যা সতর্কতা উত্তরবঙ্গে, রইল আজকের আবহাওয়ার খবর

তীব্র গরমের থেকে মুক্তি দিয়ে বর্ষার আগমন শুরু হয়ে গিয়েছে। দেখতে দেখতে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ইতিমধ্যেই বৃষ্টিপাত হয়েছে। এমনকি ঝোড়ো হাওয়া,বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হয়েছে। কিন্তু

Desk

Weather Update with chaces of raining

তীব্র গরমের থেকে মুক্তি দিয়ে বর্ষার আগমন শুরু হয়ে গিয়েছে। দেখতে দেখতে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ইতিমধ্যেই বৃষ্টিপাত হয়েছে। এমনকি ঝোড়ো হাওয়া,বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হয়েছে। কিন্তু ঠিক কবে থেকে বর্ষা কাল শুরু হতে চলেছে বঙ্গে সেটা এপর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। এদিকে উত্তরবঙ্গে বন্যা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি থেকে কোচবিহারের একাধিক জায়গায় তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার আপডেট (Weather Update)।

আবহাওয়ার পূর্বাভাস : (Weather Update today)

আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫° সেলসিয়াস পর্যন্ত যেতে পারে

আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮° সেলসিয়াস

বাতাসে আর্দ্রতা থাকবে ৭৮%

বাতাসের গতিবেগ ২০ কিমি/ ঘন্টা

আজ আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা : ৭৫%

আজকের আবহাওয়ার খবর : (Weather Report Today)

বিগত বেশ কয়েকদিন গুমোট গরমে অস্বস্তিতে থাকার পর সামান্য বৃষ্টিপাত আর ঝোড়ো হওয়ার দৌলতে কিছুটা স্বস্তি মিলেছে। তবে এখনও সেভাবে বঙ্গে বৃষ্টি প্রবেশ করেনি। আজ কলকাতা সহ হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, নদীয়া ও পুরুলিয়ার একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ শহরের  সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩.৫ ও ২৮.৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এছাড়া বাতাসের আপেক্ষিক আদ্রতা প্রায় ৭৫ শতাংশের কাছাকাছি থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবরঃ (North Bengal Weather Today)

উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টির আবহাওয়া শুরু হয়ে  গিয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত চলছে।  দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি,মালদা ও উঃ ও দঃ দিনাজপুরের  ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে আগামী কয়েকদিন আরও বৃষ্টির পরিমান বাড়তে  পারে এমনটাই জানা যাচ্ছে। সাথে আবহাওয়া দফতরের তরফ থেকে বন্যার সতর্কতাও জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবরঃ (South Bengal Weather Today)

উত্তরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অবস্থান করার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ সেভাবে নেই বললেই চলে। তবে বিগত কয়েকদিনে বিক্ষিপ্তভাবে একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। আশা করা হচ্ছে যে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে। আজ কলকাতা সহ হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, নদীয়া ও পুরুলিয়ার একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

× close ad