Saptarshi Moulik-Ayushmaan: থিয়েটার জগত এবং বাংলা সিরিয়াল (Bengali Serial) জগতের একজন জনপ্রিয় অভিনেতা হলেন সপ্তর্ষি মৌলিক (Saptarshi Maulik)। থিয়েটার দিয়েই পেয়েছেন জনপ্রিয়তা। তারপর অভিনয় করেছেন অনেক ধারাবাহিকে। কিন্তু স্টার জলসার ‘শ্রীময়ী’ ধারাবাহিক তাঁকে বেশি জনপ্রিয়তা দিয়েছে। বর্তমানে অভিনয় করছেন জি বাংলার (Zee Bangla) নতুন ধারাবাহিক ‘অষ্টমী’(Ashtami)তে।
এখানে তাকে দেখা যাচ্ছে আয়ুষ্মানের চরিত্রে। তাঁর চরিত্রটা একেবারেই অন্যরকম। সে নিজের বাবার ভালোবাসা কখনো পায়নি। তাই সে বাবার সান্নিধ্যে থাকতে চায়। আর এই মন পাওয়ার জন্য সে অনেক কিছু করে, কিন্তু কিছুতেই বাবার মন পায়না। বাবা মনেই করেনা তাকে যোগ্য সন্তান বলে। তাই পরিবারের থেকে সে আলাদা। এইভাবেই চলছে তার জীবন। আয়ুষ্মান এখনও পর্যন্ত দর্শকের চোখে সেরা একটি চরিত্র।
পর্দার চরিত্রের সঙ্গে বাস্তবের চরিত্রের কি মিল রয়েছে? তিনি জানান, এরকম তাঁর সাথে হয়নি, বাবা-মা ছাড়া। ভালোবাসা পেয়েছেন এবং ভালোবাসা দিয়েছেন। তাঁর কথায়, ‘আমি অতটা উদার নই, সে আমাকে ভালোবাসে না কিন্তু আমি তাঁকে ভালোবাসি এমনটা হয়নি।‘ এরপরই তাঁর কাছে প্রশ্ন আসে, মানুষ চিনতে কি ভুল করেন?
আরও পড়ুনঃ বহুদিনের জল্পনা মিটিয়ে এই বৈশাখেই বিয়ের পিঁড়িতে আদৃত-কৌশাম্বী, দিনক্ষণ জানালেন অভিনেত্রী!
এর উত্তরে তিনি জানান, ‘আমি মানুষ চিনতে মোটামুটি ভালোই পারি। আমি খুব একটা এরকম নয় যে কোনো মানুষকে অন্ধ ভাবে বিশ্বাস করে সে যেটা বলছে সেটা করলাম। আমি যেটা ভেবেছি সেটা করেছি, তার সাথে যদি মনে হয়, আমার সম্মানহানি হচ্ছে, আমি কখনোই কোনো সম্পর্ক! সেটা শুধু প্রেম বলে নয় খুব একটা বেশিদিন টিকিয়ে রাখতে পারিনি। আমি খুব স্পষ্ট কথা বলতে পছন্দ করি’।
View this post on Instagram
অষ্টমী ধারাবাহিক সুপারন্যাচরাল ধারাবাহিক। এই ধারাবাহিকে দেখানো হয়েছে এক দেবীকে। পর্দার আয়ুষ্মান বাবার মতো ঈশ্বর বিশ্বাসী। বাস্তবেও কি তাই? এর উত্তরে জানা যায়, ছোটোবেলায় নাস্তিক ছিলেন কিন্তু বয়সের সাথে সাথে , অনেকের প্রতি দায়িত্ব থাকায়, সবাইকে ভালো রাখতে ঈশ্বরে বিশ্বাসী।