‘অমর সঙ্গী’ হয়ে ছোটপর্দায় ফিরছেন দুই জনপ্রিয় অভিনেতা, নতুন জুটির খবরে উচ্ছসিত দর্শক!

Amar Sangi Serial : ১৯৮৬ সালে টিভির পর্দায় মুক্তি পেয়েছিল ছবিটি। সেই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী বিজয়া পন্ডিত। এছাড়াও ছিল টলিউডের বেশ

Nandini

tollywood two famous actor neel and shyamoupti coming as pair in new serial amar sangi

Amar Sangi Serial : ১৯৮৬ সালে টিভির পর্দায় মুক্তি পেয়েছিল ছবিটি। সেই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী বিজয়া পন্ডিত। এছাড়াও ছিল টলিউডের বেশ জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। যেমন- রুমা গুহ ঠাকুরতা, সৌমিত্র ব্যানার্জি, ঈশানী ব্যানার্জি, রবি ঘোষ, শকুন্তলা বড়ুয়া। এবার সেই নামকেই আরেকবার নতুন করে দর্শকের মনে গেঁথে দিতে পর্দায় আসছেন অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) আর অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)

সাগর এবং ঝিলিকের ভালোবাসার কাহিনী নিয়ে ছিল এই ছবি। সেই সময় বিপুল জনপ্রিয়তা পেয়েছিল ছবিটি। ‘অমর সঙ্গী’র প্রতিটি গান থেকে ছবির কাহিনী দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। আজ ও মানুষ এই ছবিটা দেখতে পছন্দ করেন। এই সিনেমার ‘অমর সঙ্গী’ গানটির জন্য সেরা প্লে ব্যাক সিঙ্গারের পুরস্কারও পেয়েছিলেন আশা ভোঁসলে। আবার ৩৮ বছর পর পর্দায় আস্তে চলেছে ‘অমর সঙ্গী’। তবে নতুন রুপে।

নতুন রুপে পর্দায় ‘অমর সঙ্গী’:- নতুন রুপে আবারও পর্দায় দেখা যাবে প্রসেনজিৎ-বিজয়ার অভিনীত ‘অমর সঙ্গী’ ছবিটি। তবে এবার ছবি হিসেবে নয়, ধারাবাহিক রুপে দেখা যাবে। সম্প্রতি জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক। যাঁর নাম ‘অমর সঙ্গী’। এই সিরিয়ালটিতে অভিনয় করতে দেখা যাবে টলিউডের সব জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের। তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় না করলেও, তাঁর প্রযোজনা সংস্থার হাত ধরেই আবার ও পর্দায় আসছে ‘অমর সঙ্গী’।

‘অমর সঙ্গী’ ধারাবাহিকে অভিনেত্রী:- জানা গিয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা এন আইডিয়াস নিয়ে আসছে নতুন ধারাবাহিক অমর সঙ্গী। আর সেখানে অভিনেত্রী হিসাবে দেখা যাবে শ্যামৌপ্তি মুদলিকে। যাকে শেষবার স্টার জলসার ‘গুড্ডি’ সিরিয়ালে লিড চরিত্রে দেখা গিয়েছিল। সেখানে তার অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করে নিয়েছিলেন শ্যামৌপ্তি।

‘অমর সঙ্গী’ ধারাবাহিকে অভিনেতা:- জানা গেছে আসন্ন ধারাবাহিক ‘অমর সঙ্গী’তে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অভিনেতা নীল ভট্টাচার্য। স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকের পর আবার ছোটো পর্দায় কামব্যাক করছেন অভিনেতা। আর নীলের বিপরীতেই এবার অভিনয় করবেন শ্যামৌপ্তি মুদলিকে। এখন দেখা যাক এই নতুন জুটি কে দর্শকেরা কতটা পছন্দ করেন।