‘এই জুটিটা চাই’ই’! অনিকেত-শ্যামলীকে ছাপিয়ে দর্শকের মন জয় করছে রোহিনী-মন্দার

Kon Gopone Mon Bheseche : জি বাংলার (Zee Bangla) ‘কোন গোপনে মন ভেসেছে’ ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে দর্শক মাঝে। অনিকেত আর শ্যামলীর জুটিকে বেশ

Nandini

kon gopone mon bheseche serial audience are very exited for rohini and mondar's juti

Kon Gopone Mon Bheseche : জি বাংলার (Zee Bangla) ‘কোন গোপনে মন ভেসেছে’ ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে দর্শক মাঝে। অনিকেত আর শ্যামলীর জুটিকে বেশ পছন্দ করছেন দর্শক। অনিকেতের মনে যখন শ্যামলী একটু একটু করে জায়গা করে নিচ্ছে তখনই অনিকেতের প্রাক্তন অহনা ফিরে আসে অনিকেতের জীবনে। শ্যামলীকে তাড়াতে কারুর কারুর কাছে অহনা বড় অস্ত্র হয়ে উঠেছে।

আর অহনাও এই সুযোগে নিজের আখের গোছাতে ব্যস্ত। সে নিজের বাঁধনছাড়া, রাজকীয় জীবন কাটাতে অনিকেতের টাকা আত্মস্যাৎ করে চলেছে। শ্যামলী প্রথমেই অহনার চাল ধরে ফেলে। অহনার মুখোশ খুলে দিতে চায় অনিকেতের সামনে। তবে অনিকেত শ্যামলীকে বিশ্বাস করতে পারেনা। তবে শ্যামলী হাল ছাড়েনি।

অন্যদিকে, অনিকেতের প্রতি শ্যামলী নিজের অধিকার বুঝে নিতে শুরু করেছে। সে অহনাকে কোনো ফাঁক দিতে চায়না তাদের মাঝে ঢুকে পড়ার জন্য। সব মিলিয়ে শ্যামলী আর অনিকেতের না বলা ভালোবাসা আর শ্যামলীর নিজের সিঁদুর রক্ষার লড়াই। অনিকেতের শ্যামলীকে ধীরে ধীরে মেনে নেওয়া বেশ আনন্দ দিচ্ছে দর্শকদের।

আরও পড়ুনঃ টাকার কাছে বাবা-মা বিক্রিত, সত্যের পথ বেছে নিল বুবাই, কুর্নিশ জানাচ্ছেন দর্শকেরা!

কিন্তু এর বাইরেও ধারাবাহিকের আরেক জুটি নজর কেড়েছে দর্শকদের। রোহিনী আর মন্দারের জুটি। মন্দার চরিত্রটি ধারাবাহিকে নেতিবাচক হয়েই এন্ট্রি নিয়েছিল। তবে বর্তমানে ধারাবাহিকের গল্প সম্পূর্ণ ঘুরে গেছে। মন্দার আর রোহিনীর সম্ভবত মিল দেখা যেতে পারে। যদিও সিরিয়ালে অনেক কিছুই সম্ভব। তবুও এই জুটি এই কয়েকদিনেই দর্শকদের মন জয় করে নিয়েছে।

দর্শক ভীষণ ভাবে চান রোহিনী আর মন্দারের মিল হোক। মন্দারের ভিতর প্রেমিক মনটা, ভালো মানুষটাকে চিনতে পেরেছে রোহিনী। তাই সে মন্দারের বন্দিনী হলেও সুযোগ পেয়ে পালিয়ে যায়নি। উল্টে মন্দারকে আগলে রেখেছে। রোহিণীর মনে যে মন্দারের প্রতি একটা ভালোলাগা তৈরী হয়েছে তা স্পষ্ট। তবে মন্দার কি নিজের মনে রোহিনীকে জায়গা দিতে পারবে সেটাই দেখার?

× close ad