Mithijhora : জি বাংলায় (Zee Bangla) এই মুহূর্তের জনপ্রিয় এক সিরিয়াল হয়ে উঠেছে ‘মিঠিঝোরা’। রাই আর শৌর্যের একটা মিষ্টি ভালোবাসার সম্পর্কের খুবই ট্র্যাজিক একটা পরিণতি দেখেছেন দর্শক। তবে রাই যে শৌর্যের সাথে নীলুর বিয়ে দিয়ে ভুল করেছে তা সে প্রতি পদে উপলব্ধি করে চলেছে। তবে নীলুকে শৌর্যের হাতে তুলে দিয়ে রাই একেবারেই তাদের জীবনে ঘুরে তাকাতে চায়নি।
কিন্তু নীলু নিজের ব্যর্থতা ঢাকতে বারবার রাইকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছে। রাইকে অনির্বান শুরু থেকেই ভালোবেসে ফেলে। তবে একবার নিজের জীবনে ঠকে গিয়ে কাউকে সম্পূর্ণ বিশ্বাস করতে আর পারেনা অনির্বান। তাই না চাইতেও বারবার রাইকে ভুল বুঝছে সে। রাই আর অনির্বান সব অতীত ভুলে একে অপরের হাত ধরে নতুন করে সংসার শুরু করতে চেয়েছিল।
কিন্তু রাইয়ের দুর্ভাগ্য তাকে আবার সেই অপমানের জায়গায় ফিরিয়ে দিয়েছে। রাইয়ের নিজের বোন তার সংসার ভাঙার জন্য জঘন্য এক চক্রান্ত করেছে। আর অনির্বান সেই ফাঁদে পাও দিয়ে দেয়। রাই আর অনির্বানের বৌভাতের দিন নীলুর ঠিক করা একজন অনির্বানের হাতে একটা উপহার পৌঁছে দিয়ে আসে। যেখানে ছিল রাই আর অনির্বানের তাসের ঘর ভেঙে যাওয়ার মোক্ষম অস্ত্র।
আরও পড়ুনঃ সেনগুপ্ত বাড়িতে ফিরতে নতুন চক্রান্ত ইরার, দীপাকে চিনতে পারল সূর্য!
রাই আর শৌর্যের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি অনির্বানের হাতে পরে সেই উপহারের বাক্স থেকে। যা অনির্বানের রাইয়ের প্রতি বিশ্বাসকে এক মুহূর্তে টলিয়ে দেয়। আর অনির্বান রাইকে একপ্রকার তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। রাই বা তার বাড়ির লোকের প্রথম সন্দেহ হয় স্বাভাবিক ভাবেই শৌর্যের উপর। তাদের ধারণা শৌর্য নিজের আক্রোশ মেটাতে এমন একটা জঘন্য কাজ করেছে। কিন্তু শৌর্য জানে সে এটা করেনি।
তবে কাউকে যখন সে বিশ্বাস করতে পারেনি নিজের কথা তখন নিজের মোট করে সবটা খুঁজে বার করার চেষ্টা করে সে নিজেও। শৌর্য সবার প্রথমে নীলুকেই সন্দেহ করে। তবে সে সরাসরি নীলুকে কিছু জিজ্ঞেস করেনা। বরং তার জন্য একটা ফাঁদ তৈরী করে। সে নীলুকে ক্ষমা চেয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। নিলুও শৌর্যের সাথে ফিরে যায়। সেখানেই শৌর্য কায়দা করে নীলুকে জিজ্ঞেস করে রাইয়ের বাড়ি ওই ছবিগুলো কে পাঠিয়েছিল? আর নীলু তখন বলে দেয় সে আবার ধরা পরে গেল।