ফুলকি-পর্ণা সবাই ফেল, বাংলার নতুন বেঙ্গল টপার ষ্টার জলসার এই মেগা, প্রকাশ্যে TRP তালিকা

Bengali Serial TRP: জি বাংলা হোক বা ষ্টার জলসায় দুই চ্যানেলের দর্শকদেরই টেনশন বেড়ে যায় বৃহস্পতিবার এলে। হ্যাঁ ঠিকই ধরেছেন, এই দিনেই যে টার্গেট রেটিং

Desk

bengali serial target rating point list for 8th august geeta llb became bengal topper se complete trp list

Bengali Serial TRP: জি বাংলা হোক বা ষ্টার জলসায় দুই চ্যানেলের দর্শকদেরই টেনশন বেড়ে যায় বৃহস্পতিবার এলে। হ্যাঁ ঠিকই ধরেছেন, এই দিনেই যে টার্গেট রেটিং পয়েন্টের তালিকা প্রকাশ্যে আসে। তাই কে বেঙ্গল টপার হবে সেই চিন্তা শুরু হয় সকাল থেকেই! এদিকে বর্তমানে যা পরিস্থিতি তাতে নম্বর কমলেই হুট করে শেষ হচ্ছে মেগা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এসপ্তাহের টিআরপি লিস্ট (TRP List), চলুন দেখে নেওয়া যাক কে হল সেরা আর কারা পড়ল পিছিয়ে?

বাংলা সিরিয়ালের টিআরপি 

শুরুতেই চমকে দিয়েছে সদ্য প্রকাশিত টিআরপি তালিকা। ফুলকি বা পর্ণা নয়, একেবারে ছক্কা  হাঁকিয়ে এসপ্তাহে বেঙ্গল টপার হয়েছে ষ্টার জলসার ‘গীতা LLB’। ৭.০ পয়েন্ট সহ বাংলার সেরা নায়িকা এখন গীতা। অবশ্য খুব একটা পিছিয়ে নেই পর্ণা। একটুর জন্য ৬.৮ পয়েন্ট সহ দ্বিতীয় হয়েছে নিম ফুলের মধু। সাথে আছে জি বাংলার আরেক মেগা ফুলকি। তবে এরপর আবারও রয়েছে ষ্টার জলসার কথা ধারাবাহিক। যার এসপ্তাহের প্রাপ্ত নাম্বার ৬.৬।

29th december bengali serial top ten trp list

এরপর ৬.৫ পয়েন্ট সহ চতুর্থ স্থানে আছে উড়ান। আর পঞ্চম স্থানে আছে জগদ্ধাত্রী ও কোন গোপনে মন ভেসেছে। দুটি সেরিয়ালেরই প্রাপ্ত টিআরপি ৬.৪। ষষ্ঠ স্থানে আছে সোনামনি সাহা ও হানি বাফনার জুটি শুভ বিবাহ। তবে এবারের সেরা দশের তালিকায় নেই ষ্টার জলসার একসময়ের সবচেয়ে জনপ্রিয় মেগা অনুরাগের ছোঁয়া। অর্থাৎ সূর্য-দীপা জুটির ম্যাজিক ফিকে হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। চলুন এবার একনজরে দেখে নেওয়া যাক সম্পূর্ণ টিআরপি তালিকা।

আরও পড়ুনঃ অভিনয়ের পরে নতুন যাত্রা শুরু অভিনেতা সৌরভের, পাশে থাকতে আমন্ত্রন জানালেন অভিনেতা!

বাংলা সিরিয়ালের সেরা ১০ ধাবাহিকের টার্গেট রেটিং পয়েন্ট লিস্ট (TRP List of Week’s Top 10 Bengali Serial)

*** গীতা LLB – ৭.০  
*** ফুলকি, নিম ফুলের মধু – ৬.৮ 
*** কথা – ৬.৬
** উড়ান – ৬.৫
** জগদ্ধাত্রী, কোন গোপনে মন ভেসেছে – ৬.৪ 

শুভ বিবাহ – ৬.৩
রোশনাই – ৬.০
বঁধূয়া – ৫. ৭
মিঠিঝোরা – ৫.৬
ডায়মন্ড দিদি জিন্দাবাদ – ৫.১

× close ad