সোশ্যাল মিডিয়ায় রাতারাতি জনপ্রিয় হওয়ার ঘটনা নতুন কিছু নয়। সময় কখন কার কিভাবে বদলে যায় বলা যায়না তা। শুধু সময়ের সাথে তালমিলিয়ে চলাটাই আমাদের প্রধান কাজ। আমাদের চারপাশে এমন অনেক প্রতিভা আছেন যারা তাদের প্রতিভা নিদর্শনের যোগ্য ক্ষেত্র খুঁজে পাননা। অনেকে আবার শুধুই নিজের খুশিতে ভেসে চলেন। কিন্তু সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে প্রায় সকলেই কোনো না কোনো ভাবে ঠিক যুক্ত হয়ে পড়েছেন সময়ের সাথে তাল মিলিয়ে। গায়ক অরিজিৎ সিংয়ের (Arijit Singh) এক প্রতিভাবান ভক্তের খোঁজ মিলল সেখানে।
গায়ক-গায়িকা, অভিনেতা-অভিনেত্রীদের ভক্ত তো অনেক। আর সেই ভক্তদের মাঝেও লুকিয়ে থাকে অনেক অনেক প্রতিভা। এমনি সেই প্রতিভা আকাশ কুমার দাস (Akash Kumar Das) সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করেছেন। জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের এক বড়ো ভক্ত ইউটিউবে (Youtube) অরিজিৎ সিংয়ের গাওয়া (Arijit Singh song) সাম্প্রতিক ‘দোল দোল দোল’ গানটি গেয়ে সকলকে তাকে লাগিয়ে দিয়েছেন।
দ্বিতীয় অরিজিৎ সিং আকাশ কুমার দাস (Akash Kumar Das as Second Arijit Singh)
গানটি অপূর্ব সুন্দর গেয়েছেন ওই অরিজিৎ সিং অনুরাগী আকাশ কুমার দাস (Akash Kumar Das)। তার গানটি বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় পাতায় তার গানটিই ফিরে ফিরে আসছে। তার এমন চমৎকার গলায় গান শুনে সোশ্যাল মিডিয়ায় তাকে সকলে শুভেচ্ছা ও প্রশংসনীয় বার্তায় ভরিয়ে দিয়েছেন।
জানা গেছে, আকাশ কুমার দাস মেদিনীপুরের বাসিন্দা। তিনি পশ্চিম মেদিনীপুরে থাকেন। মেদিনীপুরের হরিহরপুরে পোস্ট অফিসে কর্মরত তিনি। কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়ায় খুব একটা সময় তার দেওয়া হয়ে ওঠে না। কাজের ফাঁকে নিজের গানের চর্চা আর পরিবারের সাথেই সময় কেটে যায় তার। তিনি আরও বলেন তিনি গানের প্রশিক্ষণ তার কাকার কাছ থেকে পেয়েছেন।
গায়কের ওই অনুরাগী বা ভক্ত গায়ককে অর্থাৎ অরিজিৎ সিং কে গুরুদেব বলে সম্মোধন করেছেন। ভিডিওতে গান গাওয়ার শুরুতেই তিনি বলেছেন, ‘গুরুদব অরিজিৎ সিং এর এই গানটা শোনার পর আমি শিহরিত, কত সাবলীলভাবে তিনি গান গাইলেন। তাই আমিও একটু চেষ্টা করলাম।’ তিনি চান গায়কের সাথে দেখা করে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে। তার গানের ইতিমধ্যেই লক্ষ লক্ষ ভিউ হয়ে গেছে। অনেকেই তাকে দ্বিতীয় অরিজিৎ সিং বলে মন্তব্য করেছেন।