‘স্রোত’ই বেস্ট’, অনির্বাণকে উচিত শিক্ষা দিতেই বলছে দর্শকেরা!

Mithijhora : জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ আবার বেশ পছন্দের হয়ে উঠেছে দর্শকদের কাছে। রাই আর অনির্বানের ভুল বোঝাবুঝি দেখে দর্শক বেশ বিরক্ত হচ্ছিল। তবে

Nandini

mithijhora serial audience praised srot's character

Mithijhora : জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ আবার বেশ পছন্দের হয়ে উঠেছে দর্শকদের কাছে। রাই আর অনির্বানের ভুল বোঝাবুঝি দেখে দর্শক বেশ বিরক্ত হচ্ছিল। তবে রাইকে মৃত্যুশয্যায় দেখে, যেভাবে স্রোত তার দিদির হয়ে লড়াই করছে তাতে দর্শক স্রোত চরিত্রটিকে ভীষণ পছন্দ করছেন। বরাবরই স্রোত চরিত্রটা ধারাবাহিকে প্রতিবাদী দেখানো হয়েছে। সেই স্রোত আজ দিদির হয়ে সকলকে যোগ্য উত্তর দিচ্ছে।

নিজের মা কে পর্যন্ত ছাড়েনি স্রোত। নিজের মেয়েকে কিকরে বারবার অনিন্দিতা ভুল বুঝতে পারে তাই নিয়ে মাকে সরাসরি প্রশ্ন করে স্রোত। শুধু তাই নয় তার মাকে বেশ কড়া কিছু কথা শোনায় সে। যদিও স্রোতের বৌদি তাকে মায়ের সাথে এভাবে কথা বলতে বারণ করে। কিন্তু স্রোত শোনে না।

তার দিদির বাঁচার ইচ্ছা শেষ হয়ে গেছে জানতে পেরে সে ছটপট করে মরছে। একদিকে রাইয়ের এমন একটা বড় অপারেশনন। তাতে সে চিকিৎসায় সাড়া দিচ্ছেনা। ডাক্তার জানাচ্ছে তার বাঁচার ইচ্ছাই যেন নেই। স্রোত সেই প্রত্যেকটা মানুষকে আজ সহ্য করতে পারছেনা যারা তার দিদিকে এভাবে মৃত্যুমুখে ঠেলে দিয়েছে।

রাইয়ের এই বিপদের কথা জানতে পেরে শৌর্যও পৌঁছেছে সেখানে। তবে জানেনবা কেবল অনির্বান। সে নিজের সন্দেহের উপর ভর করে শৌর্যকে ফোন করে রায়কে নিয়ে নোংরা কথা বললে শৌর্য আর চুপ থাকতে পারেনা। সে সব সত্যি জানিয়ে দেয় অনির্বাণকে। অনির্বান ছুটে আসে হাসপাতালে। কিন্তু স্রোত তাকে হাসপাতাল থেকে চলে যেতে বলে।

আরও পড়ুনঃ লুকোচুরি শেষে নতুন করে পর্ণার সিঁথি রাঙিয়ে দিল সৃজন, বিয়ে দিয়েই স্মৃতি ফিরবে পর্ণার!

স্রোত অনির্বাণকে জানিয়ে দেয় রাই আর কোনোদিন অনির্বানের মুখ দর্শন করতে চায়না। রাইয়ের এই খবর পেয়ে অনির্বানের বাবা-মাও হাসপাতালে হাজির হয়। কিন্তু, তারা ছেলের ভুলের জন্য লজ্জিত হচ্ছে বলায় স্রোত তাদের বলে তাদের নিজেদের কৃতকর্মের জন্যও লজ্জা পাওয়া উচিত। স্রোত দিন সকলকে মুখের উপর সপাটে উত্তর দিয়েছে। যা দর্শকমহলে স্রোতের চরিত্রকে বেশ শক্তিশালী, ও পছন্দের করে তুলেছে।

× close ad