গীতা-পর্ণা অতীত! সবাইকে চমকে ম্যাজিক দেখাল ফুলকি, দেখুন এসপ্তাহের TRP তালিকা

জি বাংলা হোক বা ষ্টার জলসা সমস্ত সিরিয়ালের রিপোর্ট সামনে আসে বৃহস্পতিবারেই। হ্যাঁ টার্গেট রেটিং পয়েন্ট এর কথাই বলছি। এই একটা টিআরপি তালিকার উপরেই নির্ভর

Admin

bengali serial target rating point list phulki became bengal topper see complete trp list

জি বাংলা হোক বা ষ্টার জলসা সমস্ত সিরিয়ালের রিপোর্ট সামনে আসে বৃহস্পতিবারেই। হ্যাঁ টার্গেট রেটিং পয়েন্ট এর কথাই বলছি। এই একটা টিআরপি তালিকার উপরেই নির্ভর করে কোন সিরিয়াল কত দিন চলবে! সম্প্রতি এসপ্তাহের টিআরপি প্রকাশিত হয়েছে। মহালয়ার আগে এই টিআরপিতে অনেকটাই রদবদল হয়েছে। কি হল নতুন বেঙ্গল টপার? চলুন দেখে নেওয়া যাক।

আসলে বর্তমান সময়ে টিআরপি একটু কমলে বা জনপ্রিয়তা কমলেই দেখা যাচ্ছে আচমকাই বন্ধ করে দেওয়া হচ্ছে ধারাবাহিক। তাছাড়া আরজি কর কাণ্ডের জেরে অনেকেই সিরিয়াল ছেড়ে খবরের চ্যানেল দেখছেন সেই কারণেও কিছুটা টিআরপি কমছে। তার উপর সামনেই দুর্গাপুজোর জন্য কেনাকাটি করতে ব্যস্ত হয়ে পড়েছেন অনেকেই। তবে সেসব এখন থাকে, টিআরপি পয়েন্টের কথায় আসা যাক।

এসপ্তাহে ৭.৩ পয়েন্ট পেয়ে বেঙ্গল টপার হয়েছে ফুলকি (Phulki)। এর ঠিক পিছনেই আছে গীতা LLB, এবারে প্রাপ্ত পয়েন্ট ৭.১। তৃতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু। সৃজন পর্ণার জুটি পেয়েছে ৬.৮ পয়েন্ট। আর চতুর্থ স্থানে রয়েছে কথা। মন্দিরের রহস্য উদ্ধার আর দামি জিনিসপত্র পাচার চক্র ধরিয়ে দেওয়ার ধামাকা পর্বের জেরে ৬.৪ পয়েন্ট পেয়েছে ধারাবাহিকটি।

এক নজরে TRP-র সেরা ১০ এর তালিকা

  • প্রথম- ফুলকি ৭.৩
  • দ্বিতীয়- গীতা এলএলবি (৭.১)
  • তৃতীয়- নিম ফুলের মধু (৬.৮)
  • চতুর্থ- কথা (৬.৪)
  • পঞ্চম- জগদ্ধাত্রী / উড়ান / শুভ বিবাহ (৬.২)
  • ষষ্ঠ- কোন গোপনে মন ভেসেছে / রোশনাই (৬.১)
  • সপ্তম- অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল (৪৫ মিনিট) (৫.২)
  • অষ্টম- ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.০)
  • নবম- বঁধুয়া / মিঠিঝোরা (৪৫ মিনিট) (৪.৯)
  • দশম- কে প্রথম কাছে এসেছি (৪.৪)

এসপ্তাহেই শেষ হয়েছে ‘কে প্রথম কাছে এসেছি’ সিরিয়ালটি। শেষ শুটিংয়ের দিন কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেতা অভিনেত্রীরা সেই ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছিল নেটপাড়ায়। অন্যদিকে ষ্টার জলসার পর্দায় জোড়া সিরিয়ালের আগমন হচ্ছে, একটি দুই শালিক ও আরেকটি হল রাঙ্গামতি তীরন্দাজ। এছাড়া জি বাংলার ‘দিদি নং ১’ রিয়েলিটি শো ৪.১ পয়েন্ট পেয়েছে আর সারেগামাপা পেয়েছে ৫.১।

× close ad