জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Mahu) শুরু থেকেই বাংলা সিরিয়ালপ্রেমীদের মন কেড়ে নিয়েছে। সিরিয়ালটি শুরু থেকেই দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে এবং ধারাবাহিকভাবে টিআরপি তালিকায় প্রথম পাঁচে অবস্থান ধরে রেখেছে। সম্প্রতি, ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকটির সম্প্রচারের সময় পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে, যা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
পাল্টে যাচ্ছে ‘নিম ফুলের মধু’ সম্প্রচারের সময়?
জি বাংলার প্রোডাকশন হাউসের প্রযোজনায় তৈরি এই জনপ্রিয় বাংলা সিরিয়ালটি বর্তমানে প্রতিদিন রাত ৮টায় সম্প্রচারিত হয়। তবে নতুন সিরিয়াল ‘পরিণীতা’ টাইম স্লটে আসতে পারে। তাই ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকটি রাত ৮টার বদলে সন্ধ্যা ৬টার স্লটে স্থানান্তর করার সম্ভাবনা রয়েছে। যদিও এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি, তবে জি বাংলা কর্তৃপক্ষ শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে বলে আশা করা হচ্ছে।
বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক সম্প্রতি বন্ধ হওয়ার খবরে ‘নিম ফুলের মধু’-র ভবিষ্যৎ নিয়েও সংশয় দেখা দিয়েছিল। তবে ভক্তদের জন্য সুখবর, ‘নিম ফুলের মধু’ বন্ধ হচ্ছে না। সিরিয়ালের গল্প ও চরিত্রগুলির কারণে এটি দর্শকদের মনে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে। জানা যাচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ এই ধারাবাহিকটির সম্প্রচার কেবল সন্ধ্যার দিকে সরিয়ে নিয়ে যেতে চাইছে, যাতে এটি আরও বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারে।
কোন সময়ে দেখা যেতে পারে ধারাবাহিকটি?
‘নিম ফুলের মধু’ এর পরিবর্তিত সময়ে সম্প্রচার কেমন প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়। সন্ধ্যা ৬টা স্লটে প্রচারের ফলে এটি কি টিআরপি তালিকায় তার অবস্থান ধরে রাখতে পারবে? তবে জি বাংলা কর্তৃপক্ষ থেকে শুরু করে ভক্তরা আশা করছেন, নতুন সময়ে ধারাবাহিকটি আরও দর্শক আকর্ষণ করতে সক্ষম হবে, কারণ এর অভিনয় ও গল্প ইতিমধ্যেই সকলের বেশ পছন্দের।