‘আমিই ইন্ডাস্ট্রি’ এখন আর এসব চলে না! প্রসেনজিৎকে নিয়ে বিস্ফোরক মন্তব্য টলিউড প্রযোজকের

টলিউড (Tollywood) বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) নামটা সবারই বেশ পরিচিত। বিগত বেশ কয়েক বছর ধরে একেরপর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন

Desk

viewers dont want prosenjit anymore says tollywod producer rana sarakar

টলিউড (Tollywood) বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) নামটা সবারই বেশ পরিচিত। বিগত বেশ কয়েক বছর ধরে একেরপর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন অভিনেতা। কমার্শিয়াল ছবি থেকে অন্য ধারার ছবি সবেতেই নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে সেরা প্রমাণ করেছেন নিজেকে। টলিপাড়ার গুঞ্জন মতে, বুম্বাদাই হলেন ‘ই’ন্ডাস্ট্রি’। তবে সম্প্রতি অভিনেতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন টলিউডের প্রযোজক রানা সরকার (Rana Sarkar)।

একসময় বছরে একাধিক ছবিতে কাজ করলেও বর্তমানে সেই সংখ্যাটা অনেকটাই কমে গিয়েছে। সিলেক্টেড ছবিতেই দেখা যায় অভিনেতাকে। তাও বেশিরভাগই অন্য ধারার ছবিতে। সম্প্রতি মুক্তি পেয়েছে প্রসেনজিৎ ও দিতিপ্রিয়া রায় অভিনীত ‘আয় খুকু আয়’ (Aay Khuku Aay) ছবিটি। কমার্শিয়াল বাংলা ছবির থেকে একটু হটকে বাবা ও মেয়ের কাহিনী দেখানো হবেই ছবিতে।

ছবি রিলিজের আগে পোস্টের প্রকাশ্যে আসার পর থেকেই ‘আয় খুকু যায়’ নিয়ে চর্চা শুরু হয়েছিল। এরপর ছবির প্রচারের জন্য অভিনব পন্থাও অবলম্বন করা হয়, ছবিতে ঠিক যেমনটা দেখা যাবে তেমন সাজেই কলকাতার রাস্তায় ধরা দিয়েছিলেন প্রসেনজিৎ-দিতিপ্রিয়া। কিন্তু ছবি রিলিজের কয়েকদিন পরেই এবার সমালোচনার সুর টলিউড পরিচালক রানা সরকারের গলায়।

rana sarkar about prosenjit chatterjee

সম্প্রতি প্রযোজক ‘আয় খুকু আয়’ ছবি রিলিজের পর খানিক বাঁকা সুরেই সমালোচনা করলেন অভিনেতার। বললেন, ‘আমিই ইন্ডাস্ট্রি, এই ফরমুলা আর চলছে না।’ কেন এমন মন্তব্য? প্রযোজকের মতে, বিখ্যাত নায়ক ও জনপ্রিয় অভিনেত্রী থাকা সত্ত্বেও ফ্লপ হল ছবি। অন্যদিকে নতুন মুখ হলেও ‘অপরাজিত’ আর ‘বেলাশুরু’ ছবি কিন্তু দিব্যি ভালো চলেছে। সুতরাং বোঝাই যাচ্ছে দর্শকেরা এখন আর প্রসেনজিৎ বা জিতের ছবি দেখছেন না।