জী বাংলার সেই ছোট্ট মিষ্টি ভূতকে মনে আছে ? যে তার পরিবারের খোঁজে বাড়ি আগলে পরে থাকতো আর দুস্টু মিষ্টি সব কান্ডকারখানা করত। সেই মিষ্টি ভুতকে দেখলে কেউ ভয় পেত না। নাম ছিল তার ভুতু (Bhootu)। তবে সেই ধারাবাহিক শেষ হয়ে গেছে আজ প্রায় ৬ বছর হয়ে গেলো ছোট্ট ভুতুকে দীর্ঘদিন আর পর্দায় দেখা যায়নি। তবে সে এখন সেই বাচ্চা ভুতটা আর নেই যাকে দেখলেই দর্শকের আদর করতে ইচ্ছে হতো।
তবে ভুতু (Bhootu) ধারাবাহিকটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে হিন্দিতে ওই ধারাবাহিকের রিমেক তৈরী করা হয়। আর সেখানেও অভিনয় করতে দেখা যায় ছোট্ট ভুতুকে অর্থাৎ আরশিয়া মুখার্জীকে (Arshiya Mukherjee)। মুম্বাইতে পাড়ি দেয় ভুতু। তারপর তাকে ধারাবাহিকে আর দেখা যায়নি অনেকটা সময়।
View this post on Instagram
তবে সে টলিউডের বড়ো পর্দাতেও কাজ করেছে। অভিনেতা দেবের প্রযোজনায় ‘ককপিট’ সিনেমায় তাকে একঝলক দেখা গিয়েছিলো। এছাড়া মালায়ালম ভাষায় সে ‘ভেলিনাক্ষত্রম’ নামক একটি ধারাবাহিকে কাজ করেছে। জী বাংলায় ‘রানু পেলো লটারি’ ধারাবাহিকে সে ছোট লক্ষীর ভূমিকায় অভিনয় করেছিল, এছাড়া ষ্টার জলসার পর্দায় ‘মীরা’ ধারাবাহিকে ছোট মীরার ভূমিকায় অভিনয় করেছে আরশিয়া। বলিউডে ডাক পেলেও করোনার কারণে তার এখনো পর্যন্ত বলিউডে কাজ করা হয়ে ওঠেনি।
View this post on Instagram
ছোট্ট আরশিয়া যে সকলের কাছে ভুতু হিসাবেই পরিচিত আজ সে বেশ বড়ো হয়ে গেছে। কিশোরী এখন সে। তার বর্তমান ছবি দেখলে দর্শক বেশ অবাক হবেন। যদিও ছোট আরশিয়ার মুখের বদল খুব একটা হয়নি। কিন্তু তার বেড়ে ওঠার সাথে সাথে সে বেশ আগের থেকে বেশ স্টাইলিস্ট হয়েছে। তার পোশাকের পরিবর্তন হয়েছে। সাথে সে আরও সৌন্দর্যের অধিকারী হয়েছে।