খসে পড়ল বাংলা অভিনয় জগতের অপর এক নক্ষত্র। প্রবীণ চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar) প্রয়াত হলেন। তার প্রয়ানে শোকস্তব্ধ গোটা বাংলা ইন্ডাস্ট্রি। বর্তমানে তার ৯১ বছর বয়স হয়েছিল। বাংলা চলচ্চিত্র জগৎকে তিনি দিয়ে গেলেন অফুরন্ত। ১৯৩১ সালে বাংলাদেশে প্রয়াত পরিচালকের জন্ম হয়েছিল। চারটি জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি, সাথে আনন্দলোক ও পদ্মশ্রীতেও ভূষিত হয়েছিলেন।
১৯৫৯ সালে চলচ্চিত্র জগতে প্রথম তার পদার্পন। প্রয়াত অভিনেতা মহানায়ক উত্তমকুমারের চিরন্তন ছবি চাওয়া পাওয়া তার প্রথম পরিচালনা ছিল। এরপর একের পর এক অসাধারণ পরিচালনা দিয়ে সকলের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন প্রয়াত পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar)। প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে তিনি বাংলা চলচ্চিত্র জগৎকে সমৃদ্ধ করে তুলেছেন।
তার পরিচালিত চলচ্চিত্র গুলি মূলত সাহিত্য নির্ভর হত। তার একক ভাবে পরিচালিত প্রথম চলচ্চিত্র ছিল ‘আলোর পিপাসা’ যা ১৯৬৫ সালের একটি সফল বাংলা ছবি ছিল। তার প্রতিটি পরিচালনা সফলতা অর্জন করেছে। দীর্ঘ সময় ধরে এই প্রবীণ পরিচালক হৃদরোগের ও কিডনির সমস্যায় ভুগছিলেন।
গত ১৪ ই জুন তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভেন্টিলেশনেও রাখা হয় তাকে।কিন্তু বার্ধক্যের কারণে শারীরিক অসুস্থতার সঙ্গে আর লড়াই করতে পারেননি তিনি। অনেক প্রচেষ্টার পরে অল্প সুস্থ হলেও শেষ রক্ষা করা গেল না। আজ সকাল ১১ টা ১৭ মিনিটে তার দীর্ঘ ৯১ বছরের জীবনযুদ্ধের অবসান ঘটলো। প্রবীণ পরিচালকের প্রয়ানে বাংলা ইন্ডাস্ট্রি আবারও নক্ষত্র শুন্য হয়ে পড়লো। সকলেই গভীর ভাবে শোকাহত।