জী বাংলার ধারাবাহিক মিঠাইয়ের (Mithai) জনপ্রিয়তা মাত দেবে সকলকেই। মিঠাই দর্শকের মনে বেশ গভীর ভাবে জায়গা করে নিয়েছে। মিঠাই ধারাবাহিকের সাথে দর্শক যেন মিশে গেছেন। ধারাবাহিকের প্রতিটি পর্ব জুড়ে সুখ-দুঃখ, হাসি-কান্না, উৎসব সবটাই যেন দর্শকের নিজের ঘরের। ধারাবাহিকের প্রতিটি সদস্যকে খুব ভালোবাসেন ও পছন্দ করেন দর্শক।
মিঠাইয়ের (Mithai) ঝামেলা পর্ব মিটতে শুরু হয়েছিল রথযাত্রা পালনের আয়োজন। বেশ আড়ম্বর হৈ হুল্লোড়ের সাথেই তা দেখানো হয়েছে। সিদ্ধানন্দের নতুন রূপ দেখা গেছে। সে এখন ধীরে ধীরে সংসারী হয়ে উঠতে শুরু করেছে। ধারাবাহিকের কিছুদিন আগেই দুই নতুন চরিত্রের আগমন ঘটেছিলো দাদাইয়ের বান্ধবী ললিতা ম্যাডাম ও তার মেয়ে অনুরাধা ম্যাডাম।
এই দুই চরিত্র যে ধারাবাহিকে বিশেষ কোনো ভূমিকা নিয়ে আসছে তা মিঠাই ভক্তরা আগেই আন্দাজ করতে পেরেছিলেন। ধারাবাহিকে এখন সিদ্ধার্থ ও তার বাবার মাঝে সম্পর্ক অনেকটা সহজ হয়েছে। সিদ্ধার্থ আর আগের মতো বাবাকে ভুল বোঝে না। তবে নিজের মায়ের জায়গা সিদ্ধার্থ কাউকে দিতে পারে সেকথা কেউ ভাবতে পারেননা।
তবে অবশেষে মিঠাইতে এলো নতুন প্রোমো বাবার খালি জীবন পূর্ণ করতে মিঠাই ও সিদ্ধার্থ সমরেশ ও অনুরাধার বিয়েতে রাজি হয়ে গেছে। মিঠাইতে আবারো এক নতুন বিয়ের তোড়জোড়। এবারের বিয়েটা একটু ভিন্ন হলেও। বিয়ে মাত্রই তো আনন্দের খবর তাইনা। আর একজন বাবা বা মা যদি সন্তানের জন্য সব করতে পারে তাহলে একজন সন্তানেরও তো এটাই কর্তব্য হইয়া উচিত।
View this post on Instagram
সেই কর্তব্য পালনেই আজ ব্রতী হয়েছে সিদ্ধার্থ ও মিঠাই বাবার কথা চিন্তা করে আজ তার বিয়ের ব্যাপারটাও মেনে নিয়েছে। ধারাবাহিকের এমন একটি গল্প খুবই দৃষ্টান্তমূলক ও শিক্ষণীয়ও বটে। কিন্তু ধারাবাহিকের এই প্রমো দেখেই নেটপাড়ায় একাংশ নেটিজেন কটাক্ষ করেছেন। তাদের মতে এমন একটা গল্প দেখানোর কোনো দরকার ছিল না ধারাবাহিকে।