টলিউডে বহু নায়ক-নায়িকারা একে অপরের সাথে সম্পর্কে জড়িয়েছেন। সেই সম্পর্ক কখনও এগিয়েছে বিয়ে অবধি, কখনও আবার বিয়ের আগেই বিচ্ছেদ, কখনও আবার বিয়ের পরেই বিচ্ছেদ। এই ঘটনার যদি তালিকা করা যায়, তাহলে দেখা যাবে টলিউডের বিখ্যাত বিখ্যাত তারকারা এই তালিকায় আবদ্ধ রয়েছেন। তবে এখনও যে জুটি নিয়ে সবসময় চর্চা হয়ে থাকে তা হল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং দেবশ্রী রায়ের (Debashree Roy) সম্পর্ক নিয়ে।
টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) সকলের প্রিয় বুম্বা দা। তাঁর প্রথম স্ত্রী টলিউডের অভিনেত্রী দেবশ্রী রায় (Debashree Roy) তা প্রায় সকলেরই জানা। তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি । বিয়ের ৩ বছরের মাথায় সেই সম্পর্কে বিচ্ছেদ আসে। ঠিক কি কারণে তাদের এই সম্পর্কে বিচ্ছেদ আসে? তা সব অনুরাগীদের মনেই প্রশ্ন জাগে। কিন্তু তার যথাযথ উত্তর অনুরাগীদের কাছে আজও অধরা হয়েই রয়ে গিয়েছে।
১৯৯২ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবশ্রী রায় দুজনেই সাতপাকে বাঁধা পড়েছিলেন। বিয়ের পরই সংসারে শুরু হয় অশান্তি। ১৯৯৫ এ তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। এই বিচ্ছেদের পিছনে নানা কারণ রয়েছে। অনেকেই অনেক কারণ বলেন। এই বিষয়ে ২০১৮ সালে দেবশ্রী রায়কে প্রশ্ন করা হলে তিনি মেজাজ হারিয়েছিলেন। পাশাপাশি তিনি বলেন এই বিষয়ে তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে চান না। ছোটোবেলার এক সময়ের বন্ধু তথা প্রাক্তন স্বামীকে এতটা বিরক্ত কেন? জানা যাক সেই উত্তর।
আরও পড়ুনঃ প্রসেনজিৎ চ্যাটার্জীর হবু বৌমা! সোশ্যাল মিডিয়ায় তৃষাণজিতের ছবি ঘিরে জল্পনা, রইল ছবি
কেউ বলেন ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘উনিশে এপ্রিল’ ছবিতে জাতীয় পুরষ্কার পেয়েছিলেন দেবশ্রী রায়। তারএই সাফল্য সহ্য করতে পারেননি বুম্বাদা। কারণ এই ছবিতেই তাদের দুজনকে শেষবার দেখা গিয়েছিল। আবার অনেকে বলেন দেবশ্রী রায় প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাটিলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তাই তাদের বিচ্ছেদ হয়।
এও গুঞ্জন শোনা যায়, দেবশ্রী সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকতেন সংসার এবং মাতৃত্বের ওপর মনোনিবেশ করেননি। কারণ দেবশ্রী সেইসময় ছিলেন টলিউডের শীর্ষ অভিনেত্রী। তাঁর তখন জনপ্রিয়তা শীর্ষে ছিল । তাই তিনি কেরিয়ারকে বিদায় জানানোর এই প্রস্তাব মানতে পারেননি।
বিয়ে ভাঙার পর দেবশ্রী আর কোনও সম্পর্কে এগোয়নি। নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে প্রসেনজিৎ ১৯৯৭ সালে অপর্ণা গুহঠাকরতাকে বিয়ে করেন। ২০০২ এ তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন।