স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হল ‘মন ফাগুন’ (Mon Phagun)। এই ধারাবাহিকের নায়ক নায়িকা সকলেই খুব প্রিয় দর্শকদের কাছে। এই ধারাবাহিকের নায়ক ঋষির ভূমিকায় অভিনয় করছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা শন ব্যানার্জি। আর নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৃজলা গুহ। এই ধারাবাহিকের কাহিনী শুরু হয়েছিল ঋষিরাজ আর প্রিয়দর্শিনী প্রেম কাহিনী নিয়ে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে তাদের বিয়ে হয়।
এরপরই মন ফাগুন (Mon Phagun) ধারাবাহিকের গল্পে আসে নতুন মোড়। গল্পে হয়েছে নানান চরিত্রের আনাগোনা। পিহু ছাড়াও ঋষির জীবনে এসেছে একাধিক নায়িকা। একের পর এক বাঁধা ঋষি-পিহুকে আলাদা করতে প্রবেশ করছে তাদের জীবনে। এই একটা ধারাবাহিকেই এসেছে তাঁর জীবনে ৪ টে নায়িকা। ঋষির জীবনে এতো নারীর ভিড়ে পিহু জেরবার।
ঋষির জীবনে ৪ প্রিয়দর্শিনীর পরিচয়
পিহু (Pihu) : পিহু চরিত্রে অভিনয় করছেন সৃজলা গুহ। ধারাবাহিকের শুরুতেই দেখা যায়। ছোটবেলাতেই ঋষি আর পিহু একটা গাড়ি দুর্ঘটনায় হারিয়ে যায়। তখন থেকেই একে অপরের জন্য অপেক্ষা করতে থাকে। বড় হয়ে একে অপরকে চিনতে পারেনি। হোলির দিনে তারা একে অপরকে চিনতে পারে। এখন তাদের বিয়ে হয়ে গিয়েছে। সুখে শান্তিতে সংসার করছে।
প্রিয়াঙ্কা (Priyanka) : প্রিয়াঙ্কা চরিত্রে অভিনয় করেছেন টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা বোস। ঋষির কলেজ জীবনের প্রেমিকা বলে এই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছিল প্রিয়াঙ্কা। তাঁকে শর্টে প্রি বলে ডাকা হতো। প্রথমে খল চরিত্রে আবির্ভাব হলেও, পরে পজিটিভ চরিত্রে দেখানো হয় প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা ঋষিকে বিয়ে করবে বলে নাছোড়বান্দা ছিল। এমনকি বিয়ের মণ্ডপ অবধি ঋষির সাথে পৌঁছেও গিয়েছিলো।
মিলি (Mili) : মিলির চরিত্রে দেখা গিয়েছিল শ্রীময়ী সিরিয়ালের দিঠি অর্থাৎ অভিনেত্রী ঐশী ভট্টার্চার্যকে। ঋষি-পিহুর চরম শত্রু মনিকা সুরের পালিতা কন্যা মিলি। নকল প্রিয়দর্শিনীর সাজে তার আবির্ভাব হয়। ঋষির সাথে বিয়ের পিঁড়ি পর্যন্ত প্রায় পৌঁছে যাবার ছক কষে ফেলেছিলো মিলি। তবে শেষে নকল প্রিয়দর্শিনী সেজে থাকা মিলির আসল রূপ বেরিয়ে পরে।
আরও পড়ুনঃ যমজ অভিনেতা প্রান্তিক ব্যানার্জী! দিদি নং ১ এর মঞ্চে ভাইয়ের রহস্য ফাঁস করলেন অভিনেতার মা
নেত্রা (Netraa) : নেত্রার ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রোশনি তন্নী ভট্টাচার্য। ঋষি আর পিহুর হানিমুনে গিয়ে নেত্রার সাথে তাদের আলাপ হয়। কে এই নেত্রী আর কিই বা তার পরিচয় এখনও জানা যায়নি। শুধু জানা গেছে ছোটবেলার হারিয়ে যাওয়া কাছের মানুষকে খুঁজতে মন্দিরে এসেছে সে। তবে মনে করা হচ্ছে, এই চরিত্রের সাথে ঋষির কোথাও একটা হয়ত যোগসূত্র আছে।