সুরের জাদুকর বলা যেতে পারে তাঁকে, অনায়াসেই যে কোনো গানকে মোহময়ী কন্ঠে শোনাতে পারেন। তাঁর কন্ঠে মুগ্ধ গোটা বাংলা। বাংলা বলা ভুল বাংলার বাইরেও তাঁর তুলনা নেই। কার কথা বলছি বুঝতেই পারছেন। মুর্শিদাবাদের ছেলে অরিজিৎ সিং (Arijit Singh) এর কথা। শুধু গান নয়, গানের পাশাপাশি তাঁর আচার-আচরণও মুগ্ধ করে সকলকে। সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তাঁকে দেখা যাচ্ছে, একজন ভদ্রমহিলার পাশে ছোটো শিশুর মতো মাটিতে বসে রয়েছেন। কে এই ভদ্রমহিলা? জানতে হলে পড়তে থাকুন।
অরিজিৎ সিং যতই বড় মাপের গায়ক হোক না কেন। তিনি একদম মাটির মানুষ। তিনি একজন জনপ্রিয় গায়ক, দেশে-বিদেশে তাঁর খ্যাতি। তবুও ভোলেননি তাঁর ছোটোবেলার শিক্ষক-শিক্ষিকাদের। ভোলেননি তাঁর গ্রাম বাংলাকে। সময় পেলেই ছুটে আসেন তাঁর জন্মভূমিতে।
সেই জন্মভূমিতে এসে বড় গাড়ি নয়, নিজের পুরানো ভাঙা সাইকেলে করেই পরিক্রমন করেন গোটা গ্রাম। আড্ডা দেন পুরানো বন্ধুদের সাথে। সম্প্রতি আবারও তিনি গ্রামে এসেছেন। এবারে এসে দেখা করলেন তাঁর ছোটোবেলার স্কুল রাজা বিজয় সিংহ বিদ্যামন্দিরের ইংরেজি শিক্ষিকার সাথে। দেখা হতেই পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। বসলেন পাশে। এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ছবি দেখে মনে হচ্ছে, একজন ছাপোষা সাধারণ মধ্যবিত্ত বাঙালি। মুখে নেই কোনো স্টারডমের চিহ্ন। দিব্যি ফিরে গেছেন ছোটোবেলার স্মৃতিতে। পরনে রয়েছে সাধারণ একটা টি শার্ট। নেই কোনো বিলাসিতার চিহ্ন । চোখে-মুখে সরলতার চিহ্ন। শিক্ষিকার মুখেও স্বচ্ছলতার হাসি।
অরিজিৎ (Arijit Singh) নিজে যেমন মাটির মানুষ, তাঁর সন্তানদেরও তেমন ভাবেই গড়ে তুলেছেন। এত বড় একজন সেলিব্রেটি শিল্পী হওয়া সত্ত্বেও মেয়েকে ভর্তি করেননি, কোনো দামি স্কুলে, বরং ভর্তি করেছেন বহরমপুরের একটি সাধারণ স্কুলে। শুধু তাই নয়, নিজের ছোটোবেলার স্কুলের সভাপতির দায়িত্ব পেয়েছেন। তারপর থেকেই স্কুলের উন্নয়ন পরিকাঠামো সব দিকেই তিনি নজর দিয়েছেন। ব্যস্ততম কেরিয়ার জীবনের মাঝেও যে এত দিকে নজর দিচ্ছেন তা দেখে অনুরাগীরা ভীষণ আপ্লুত হয়েছেন।