​মাচার টাকায় গাড়ি-বাড়ি, মুখে বলতেই লজ্জা, নবাগত তারকাদের কটাক্ষ ইন্দ্রানী হালদারের!

টলিউড ইন্ডাস্ট্রি কিংবা বলিউড ইন্ডাস্ট্রি সবটাই ঝাঁ চকচকে রঙিন দুনিয়া। এই রঙিন দুনিয়ায় একবার পৌঁছে গেলে একে উপেক্ষা করা যায়না। বাংলা ইন্ডাস্ট্রির এমনই একজন রঙিন

Saranna

actress Indrani Halder openup about her journey

টলিউড ইন্ডাস্ট্রি কিংবা বলিউড ইন্ডাস্ট্রি সবটাই ঝাঁ চকচকে রঙিন দুনিয়া। এই রঙিন দুনিয়ায় একবার পৌঁছে গেলে একে উপেক্ষা করা যায়না। বাংলা ইন্ডাস্ট্রির এমনই একজন রঙিন দুনিয়ার সুদক্ষ অভিনেত্রী হলেন ইন্দ্রানী হালদার (Indrani Haldar)। তবে এই যে অভিনেতা অভিনেত্রীরা সারাক্ষণ ক্যামেরার সামনে থাকেন, ভাবছেন কী ? এদের জীবনে স্ট্রাগল নেই ? নিশ্চই রয়েছে। যেটা আমরা দেখতে পাই না পর্দার ভিতরে। একজন সুদক্ষ অভিনেত্রী হয়ে ওঠার পিছনে একজন অভিনেত্রীর কঠোর পরিশ্রম খুবই প্রয়োজন।

অভিনেত্রী ইন্দ্রানী হালদার (Indrani Haldar) তাঁর অভিনয় জীবনে নানান ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন গোটা বাংলার মানুষ। এখনও মানুষ মুগ্ধ হন তাঁর অভিনয় দেখে। শুধু বড় পর্দায় নয়, ছোটো পর্দাতেও তাঁর অভিনয় সকলকে মুগ্ধ করেছে। তাঁর গোয়েন্দা গিন্নি কিংবা শ্রীময়ী চরিত্র মানুষের মননে এখনও গেঁথে রয়েছে।

actress indrani halder openup about her journey

সম্প্রতি অনেক বছর পর আবার ফিরলেন তিনি বড় পর্দায়। তাঁর আসন্ন ছবি ‘কুলের আচার’ (Kuler Achar) এর প্রচারে, তিনি এখন ব্যস্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, ছোটো পর্দায় কাজ করেছেন, বড় পর্দাতেও কাজ করেছেন, ওয়েব সিরিজেও কাজ করেছেন। এর মধ্যে কোনটাকে বেশি উপভোগ করেছেন ?

আরও পড়ুনঃ পর্দা থেকে হারিয়ে গেলেন ‘রাধা’! আজকাল কোথায় ছোটপর্দার সেই অভিনেত্রী এমিলা সাঁধুখাঁ

এর উত্তরে অভিনেত্রী জানান, ‘আমি সবকিছুই উপভোগ করি, যখনই আমার কাজ কোনো মানুষ পছন্দ করেন, আমি যখন মানুষের মন ছুতে পারি আমার কাজের দ্বারা। সেটা ওয়েব সিরিজ হোক, কিংবা শর্ট ফিল্ম কিংবা ছোটো পর্দা, কিংবা বড় পর্দা কিংবা রিয়েলিটি শো কিংবা মাচা শো, তখনই আমি উপভোগ করি।’

 

View this post on Instagram

 

A post shared by Indrani Halder (@indrani636)


এরপরেই প্রসঙ্গক্রমে কথা ওঠে, অনেক অভিনেত্রীই আছেন যারা মাচা শো করেন, এটা সবার সামনে প্রকাশ করতেই লজ্জা বোধ করেন। এটা নিয়ে অনেক ট্রোলও হয়। অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের কথায়, মাচায় শো করে অনেকেই বাড়ি করছেন, কিন্তু মাচা শো করেন বলতে লজ্জা পান। আমি যখন অভিনেত্রী হিসেবে কাজ করতে আসি তখন পেতাম ৫০০ টাকা। এই ৫০০ টাকা থেকে ৫০০০ টাকা করতে অনেক সময় লেগেছে আমার। এমনকি একটা ফ্ল্যাট কিনতেও বহু সময় লেগেছে। তারপর যাত্রা ও মাচা করে আমি অনেক কষ্টে ফ্ল্যাট কিনেছি। আমার বলতে লজ্জা করে না। মাচা করতে গিয়ে যে ভালোবাসাটা পাই সেটাই আমার কাছে অমূল্য সম্পদ।

× close ad