জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক হল মিঠাই (Mithai)। এই ধারাবাহিকের টি আরপি এখন কিছুটা হলেও কমছে। একসময় যে ধারাবাহিক ছিল বাংলার সেরা ধারাবাহিক। আজ সেই ধারাবাহিক সবার শেষে। সে টিআরপি যাই হোক না কেন, এই ধারাবাহিকের প্রতিটা চরিত্র দর্শকদের খুব কাছের। ধারাবাহিকের লিড চরিত্র সিদ্ধার্থ-মিঠাই ছাড়াও মোদক পরিবারের প্রত্যেকটি সদস্যকেই তাদের পছন্দের। মোদক পরিবারের এমনই একজন চরিত্র হল তোর্সা। তিনি এতটাই জনপ্রিয় যে তাঁর তন্বী লাহা নামের থেকে তাকে সকলেই চেনেন, তোর্সা নামেই।
এই ধারাবাহিকে তাঁর চরিত্র নেগেটিভ। সে মিঠাই (Mithai) কে সহ্য করতে পারে না। তবে সে মোদক বাড়ির বড় বৌ অর্থাৎ সোমের স্ত্রী। যদিও সে সোম কে মেনে নেয়নি। তবে সোম তাঁকে নিজের বৌ বলেই মেনে নিয়েছে। তবে এসব পর্দায়। বাইরে কিন্তু সে খুবই মজার। খুবই হাসিখুশি। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার, তাতে দেখা যাচ্ছে, শ্যুটিং ফ্লোরে কখনও নাচছেন, কখনও সহকর্মীদের গায়ের উপর শুয়ে পড়ছেন। সবাইকে বিরক্ত করছেন আর খুব মজা করছেন।

এটা অভিনেত্রীর প্রথম ধারাবাহিক নয়, এর আগেও তিনি অনেক ধারাবাহিকে কাজ করেছেন। তুমি রবে নীরবে ধারাবাহিকের মাধ্যমে তার ডেবিউ হয়। অভিনয়ের পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। সোশ্যাল মিডিয়ায় তিনি নিয়মিত ব্লগিং করেন। কখনও হাসির ভিডিও, কখনও মজার ভিডিও। আবার কখনও দেখা যায়, অনেক গুরুত্বপূর্ণ, অনুপ্রেরণামূলক ভিডিও পোস্ট করতে। এই কারণে সোশ্যাল মিডিয়াতে তাঁর অনুরাগীর সংখ্যাও বেশ অনেক।
সম্প্রতি তাঁকে দেখা গেছে, তেমনই এক অনুপ্রেরণামূলক ভিডিও পোস্ট করতে। সমাজকে বড় বার্তা দিয়েছেন। মহিলাদের মাসিক নিয়ে লজ্জা পাওয়া উচিত নয়, এটা একটা স্বাভাবিক ব্যাপার। এই সময় মহিলাদের মনে অনেক রকম চিন্তা হয়। শারিরীক যন্ত্রণাও হয়। তিনি নিজেও এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। তবে এখন এমন কিছু টিপস ব্যবহার করেন, যার জন্য এই সমস্যা এখন হয়না। সেই সমস্ত টিপস দর্শকদের সাথে শেয়ার করেছেন নিয়েছেন তিনি।








