টলিউড ইন্ডাস্ট্রির একটি পরিচিত নাম হল অভিনেত্রী কমলিকা ব্যানার্জী (Kamalika Banerjee)। তাঁর ইন্ডাস্ট্রি জীবনের বয়স অনেক পুরানো। তাঁর ইন্ডাস্ট্রি জীবনের প্রথম কাজ ‘এক আকাশের নিচে’ ধারাবাহিক। এই ধারাবাহিকে তাঁর ছুটকি চরিত্র তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছেন। এই চরিত্রের পর তাঁকে পিছনে ফিরতে হয়নি। এরপরে সব চরিত্রেই তিনি সফলতা পেয়েছেন। কিন্তু সেই ছুটকি আজ কোথায়? তিনি কি অভিনয় ছেড়ে দিয়েছেন?
গত বছর এই অভিনেত্রী কমলিকা ব্যানার্জী (Kamalika Banerjee) হারিয়েছেন একের পর এক প্রিয়জনকে। হারিয়েছেন কাছের দিদাকে। দিদাই ছিল তাঁর আপন। কারণ কমলিকার মা -বাবা অনেক বছর আগেই মারা গেছেন। দিদাই তাঁকে আগলে রেখেছিল। তিনি জানিয়েছেন তাঁর দিদা তাঁর প্রিয় বন্ধু। তাঁর বাবা-মা মারা যাওয়ার পর দিদা ভেঙে পড়েননি, নিজেকে শক্ত রেখেছিলেন। আর আজ সেই দিদাই নেই। তাই আবার নতুন করে তিনি অনাথ হয়ে গিয়েছেন।
তবে তিনি কাজ করছেন। কাজ করলেও সেরকম লাইমলাইটে থাকেন না। সম্প্রতি তাঁকে কালার্স বাংলায় সম্প্রচারিত বসন্ত বিলাস (Basanta Bilash Serial ) মেসবাড়ি ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে। এই ধারাবাহিকে তাঁর চরিত্র ছিল মানদাসুন্দরী। এই মানদাসুন্দরী খুব সাজগোজ করতে ভালবাসেন। কিন্তু বাস্তব জীবনে মোটেও তিনি এরকম নন। একেবারেই সাজতে ভালোবাসেন না। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক।
তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি ছোটোপর্দাকে ভালোবাসেন। কারণ ছোটোপর্দা দিয়েই তাঁর পরিচিতি পায়। এক আকাশের নীচে ধারাবাহিক তাঁকে জনপ্রিয়তা দিয়েছেন, তাই সে ছোটপর্দাকে তিনি ভুলতে পারবেন না। তবে তার ক্ষোভ আছে, কারণ সকলে তাকে ছোটোপর্দার অভিনেত্রী বলেই চেনেন, বড়পর্দায় কাজ করলে একজন শিল্পী হিসেবেই পরিচিতি পাবেন। ছোটো পর্দার শিল্পী তকমাটা আর থাকবে না। তাই ছোটো পর্দা ছেড়ে এবার একটু বড় পর্দায় ফোকাস করতে চান। তা বলে একেবারে ছোটোপর্দা ছাড়েননি। টুকটাক কাজ করছেন ছোটোপর্দাতে।
সম্প্রতি মৈনাক ভৌমিক পরিচালিত ‘মিমি’ তে শ্যুটিং করেছেন। এছাড়াও ‘প্রজাপতি’ সিনেমারও শ্যুটিং করেছেন। নতুন চরিত্রের অপেক্ষায় রয়েছেন তিনি। সেটা ওয়েব সিরিজ হোক কিংবা সিনেমা। একটু অন্যভাবে নিজেকে প্রকাশ করতে চান।