আর নয় রিমেক বাংলা ছবি, এবার দক্ষিণী নায়িকাকে নিয়ে বলিউড কাঁপাবেন রাজ চক্রবর্তী!

কয়েক দিন ধরেই সকলের কানে একটাই কথা বাজছে বলিউডে টলিউড পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। আবার শোনা যাচ্ছিল তিনি আলিয়ার সাথে কাজ করতে চলেছেন। আবার

Saranna

soon tollywood director raj chakraborty debut in bollywood

কয়েক দিন ধরেই সকলের কানে একটাই কথা বাজছে বলিউডে টলিউড পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। আবার শোনা যাচ্ছিল তিনি আলিয়ার সাথে কাজ করতে চলেছেন। আবার শোনা যায় ‘পরিণীতা’ ছবির হিন্দি রিমেক করবেন। এও ভেসে আসে স্বামী -স্ত্রী একসাথে বলিউডে ডেবিউ করছেন। এত কিছুর মাঝে কেউ আর সঠিক খবর টা বলতে পারছিলেন না। এই জল্পনা কিছুটা উসকে দিয়ে মুখ খুললেন রাজ নিজেই।

কিছুদিন আগেই সস্ত্রীক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও ছেলেকে নিয়ে বিদেশ ঘুরতে গিয়েছিলেন, সেখানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভাইরাল ভিডিও এর ক্যাপশনে লেখেন, শীঘ্রই বলিউডে আসছি। ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ির পাশে বসে থাকা এক ব্যক্তিকে তিনি বলছেন, তিনি যখন জ্যামাইকাতে গিয়েছিলেন সেখানের এক ব্যক্তি তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কী বলিউড অভিনেতা ? তখন রাজ বলেছিলেন, আমি টলিউড অভিনেতা, তবে শীঘ্রই বলিউডে আসছি।

soon tollywood director raj chakraborty debut in bollywood

এরপর থেকেই ওইসব গুঞ্জন আসতে চলেছে। কেউ বলছেন শুভশ্রী কে নিয়ে একসাথে বলিউডে ডেবিউ করছেন। কেউ আবার বলছেন বলিউডে অভিনয় করতে আসছেন । কেউ বলছেন পরিণীতা’র হিন্দি রিমেক তৈরি করবেন। কেউ বলছেন আলিয়া ভাটের সঙ্গে কাজ করবেন। এগুলো কোনোটাই সত্যি নয়। আসল সত্যি নিজেই খোলসা করলেন তিনি।

আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় ট্রোলড! অভিনেত্রী কোয়েল মল্লিককে নিয়ে করা ট্রোলের মোক্ষম জবাব দিলেন অনুরাগীরা

হিন্দি ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখতে চলেছেন রাজ। ডিজনি হটস্টারে এই সিরিজের কাজ হবে। এই সিরিজে মুখ্য ভূমিকায় থাকবেন, দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। এ বিষয়ে রাজ চক্রবর্তী কিছু বলেননি। মুখে কুলুপ এটেছেন। তবে সূত্রের খবর আগামী বছরেই শুরু হবে এই ছবির শ্যুটিং।

 

View this post on Instagram

 

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

তাঁর দাবি, সময় আসলেই সব খোলসা করে বলবেন। এর থেকেই বোঝা যাচ্ছে, এই জল্পনা সত্যি। টলিউডের অনেক অভিনেতারা বলিউডে নিজের মাটি শক্ত করেছেন। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত ও শাশ্বত চট্টোপাধ্যায় থেকে সৃজিত মুখোপাধ্যায় সবাই যায়গা করে নিয়েছেন। এবার রাজ এখানে এসে কতটা জায়গা করে নিতে পারেন সেটাই দেখার।

× close ad