জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক হল মিঠাই। এই ধারাবাহিক যেমন সকলের কাছে জনপ্রিয়, তেমনই জনপ্রিয় এই ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা। এই ধারাবাহিকের নাম চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। সে এতটাই মিষ্টি, এতটাই সুন্দর অভিনয় করেন যে তাঁর সোশ্যাল মিডিয়ায় অনেক ফ্যান রয়েছে। তবে এই ধারাবাহিকের প্রধান নায়ক সিদ্ধার্থ তথা অভিনেতা আদৃত রায়ও (Adrit Roy) বেশ জনপ্রিয়। যদিও তিনি সোশ্যাল মিডিয়ায় অতটা অ্যাক্টিভ থাকেননা। তবে বঙ্গ নারীদের ক্রাশ সিদ্ধার্থ।
সিদ্ধার্থ অর্থাৎ অভিনেতা আদৃত রায়ের (Adrit Roy) একটা ফেসবুক পেজ রয়েছে। তবে সেই পেজে বা ইনস্ট্রাগ্রামে যে খুব ব্যক্তিগত ফটো তিনি শেয়ার করেন তা কিন্তু নয়। খুব কম ছবিই শেয়ার করেন। সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরেই থাকতে ভালোবাসেন অভিনেতা। কিন্তু দূরে থেকেও কিছু হয়না, নেটিজেনরা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কাটা ছেড়া করেই থাকেন।
তিনি দেন না তো কি হয়েছে? তাঁর নামে ফ্যানরা অ্যাকাউন্ট খুলেছে। তাদের দৌলতেই আমরা অনেক ছবি দেখতে পায়। এই সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, লাল পাঞ্জাবি পড়ে মহারাজা সৌরভ গাঙ্গুলীর পাশে একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। যদিও আদৃত এর এটা ছোটোবেলার ছবি । তাতে কী হয়েছে? ফ্যানেদের একটুও অসুবিধা হয়নি এই ছবি দেখে আদৃত কে চিনতে। বাংলার অসংখ্য নারীদের ক্রাশ সৌরভ গাঙ্গুলী, এদিকে আদৃতও বঙ্গনারীদের ক্রাশ। দুই ক্রাশকে একজায়গায় দেখে, নেট নাগরিকরা বেজায় খুশি।
View this post on Instagram
আদৃত বড় হয়েও আবার সৌরভ গাঙ্গুলীর সাথে দেখা করতে এসেছেন। একবার রাজ চক্রবর্তীর ‘পরিণীতা’ ছবির জন্য আর একবার মিঠাই ধারাবাহিকের জন্য। মহারাজ নিজেও বলেছেন, আদৃত কথা এবং গানে মুগ্ধ তিনি।
View this post on Instagram
সৌরভ গাঙ্গুলী ছাড়াও কয়েকদিন আগেই তাঁকে দেখা গিয়েছিল, গায়ক শানের পাশে বসে রয়েছেন আদৃত। সেটাও খুব ছোটোবেলারই ছবি। তিনি জানিয়েছিলেন, প্রথম যখন স্টুডিওতে প্রবেশ করেন তখনের তোলা এই ছবিটা। তখন সে ক্লাস সিক্সে পড়ত। সঙ্গীতজীবন দিয়ে জার্নি শুরু করেছিলেন, সঙ্গীত শিল্পী শান ছিলেন তাঁর গুরু।