মুখে না বললেও প্রেম ষোলো আনা! ভাইরাল রাগে অনুরাগে খড়ি-ঋদ্ধির ভালোবাসার প্রোমো ভিডিও

ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়ায় বর্তমানে চলছে ম্যান অভিমানের পালা। সম্প্রতি, খড়ি পরিস্থিতির চেইপ পরে বন্যা ও কুনালের বিয়ে দিয়ে দিতে বাধ্য হয়েছে। এদিকে বনি

Desk

gantchora serial new promo viral

ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়ায় বর্তমানে চলছে ম্যান অভিমানের পালা। সম্প্রতি, খড়ি পরিস্থিতির চেইপ পরে বন্যা ও কুনালের বিয়ে দিয়ে দিতে বাধ্য হয়েছে। এদিকে বনি ও কুনাল বিয়ের পর যখন সিংহরায় বাড়ির দরজায় এসে উপস্থিত হয় তখন যেন গোটা আকাশ ভেঙে পরে সকলের মাথায়। খড়িকে ভুল বোঝে বাড়ির সকলে। এমনকি কুনালের এবাবে বিয়ের খবরে বিদেশ থেকে ফিরে এসেছে ঋদ্ধিও ভুল বোঝে খড়িকে।

সম্প্রতি কিছুদিন যাবৎ অভিনেতা গৌরব সস্ত্রীক ঘুরতে গিয়েছিলেন। কিন্তু গল্পের চাহিদায় সেখান থেকেও তাকে শুটিং করতে দেখা গিয়েছিলো এবারে আর দূরে দূরে নয় ফিরে এসেছেন ঋদ্ধি সেন। কিন্তু দর্শক ভেবেছিলেন ঋদ্ধি ফিরলে আবার তারা খড়ি ও ঋদ্ধির মাঝে মিষ্টি গড়ে ওঠা সম্পর্কটা দেখতে পাবেন। কিন্তু তা একদমই হলো না। বরং খড়িকে ভুল বুঝে বসলো ঋদ্ধি।

gantchora serial new promo viral

বনি ও কুনালের বিয়েটা ঋদ্ধি মেনে নিতে পারেনি সে খড়িকে এই নিয়ে অনেক কথা শুনিয়ে দিয়েছে। এমনকি খড়ি তার জন্য পায়ে আঘাতও পেয়েছে। কিন্তু পাষান ঋদ্ধিমান তার রাগ সামলাতে পারেনি। তবে ধারাবাহিকের একটি ছোট্ট পর্ব দেখা গেছে যাতে দেখা যাচ্ছে দুইজনের মান-অভিমান পাহাড় সমান হলেও তাদের ভালোবাসা কমেনি একটুও।

খড়ির পায়ে আঘাত লাগায় যেন যন্ত্রনা পাচ্ছে ঋদ্ধি। সে জোর করে খড়ির পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে। যদিও খড়িও বড্ড জেদি। তারও ভীষণ অভিমান হয়েছে। সে জোর করে হাঁটতে গেলে পায়ে আবার আঘাত পায় আর তখনই আর থাকতে না পেরে ঋদ্ধি খড়িকে কোলে তুলে নেয় আর সযত্নে খাতে বসিয়ে দেয়। খড়ি-ঋদ্ধির মান অভিমানের পালা কবে শেষ হবে দিন গুনছে ভক্তরা।

× close ad