‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকের এই নতুন চরিত্র সৃজিতা আসলে কে ? রইল শিশুশিল্পীর আসল পরিচয়

বিনোদন বা মনোরঞ্জনের মূল এখন ধারাবাহিক। ঘরে ঘরে ধারাবাহিক দেখার চল এখন প্রচুর। সারাবাহিককে মানুষ নিত্যদিনের সঙ্গী করে নিয়েছে। শুধু তাই নয় ধারাবাহিকের এক একটি

Desk

zee bangla bodhisotter bodhbuddhi serial new character 'srijit's' real identity

বিনোদন বা মনোরঞ্জনের মূল এখন ধারাবাহিক। ঘরে ঘরে ধারাবাহিক দেখার চল এখন প্রচুর। সারাবাহিককে মানুষ নিত্যদিনের সঙ্গী করে নিয়েছে। শুধু তাই নয় ধারাবাহিকের এক একটি চরিত্র দর্শকের মনে এমন দাগ কেটে যায় যে দর্শক তাতে ভুলতে পারেননা দীর্ঘদিন। বেশ কিছুমাস আগেই পর্দায় শেষ হয়েছে একটি জনপ্রিয় ধারাবাহিক ‘রানী রাসমণি’।

এই ধারাবাহিকের একটি মুখ্য চরিত্র ছিলেন মা সারদা। মা সরদার ভূমিকায় অভিনেত্রী সন্দীপ্তা সেন সকলের নজর করেছিলেন। তবে এই সরদার ছোট বেলার ভূমিকায় যে অভিনেত্রী অভিনয় করেছিল তাকেও নিশ্চই আপনাদের মনে আছে। ছোট সরদার ভূমিকায় ছিল শিশুশিল্পী অভিনেত্রী অয়ন্যা চ্যাটার্জি (Ayanna Chatterjee)।

zee bangla bodhisotter bodhbuddhi serial new character 'srijit's' real identity

ছোট সরদার চরিত্রে অয়ন্যার অসাধারণ অভিনয় আজও ভুলতে পারেননি দর্শক। কিন্তু কোথায় আছে আজকাল এই ছোট সারদা। জানেন কি ? সে আর খুব ছোট নেই। সময়ের সাথে সে বড়ো হয়ে উঠেছে। তার অভিনয় আরও দক্ষ হয়েছে। মুখশ্রীতে এসেছে কিছু পরিবর্তন। ছোট পর্দায় সারদা চরিত্রে অভিনয় করার পর সে বড়ো পর্দায় অভিনেত্রী মিমি চক্রবর্তীর সাথে ‘মিনি’ সিনেমায় অভিনয় করে। সেখানে অভিনেত্রীর সাথে এই শিশুশিল্পীর বেশ সখ্যতা গড়ে ওঠে।

zee bangla bodhisotter bodhbuddhi serial new character 'srijit's' real identity

মিনি ছবিতে অভিনয়ের পর নিজেকে অভিনয় থেকে বেশ কিছু সময় সরিয়ে রেখেছিলো অয়ন্যা। পড়াশোনায় মন দিয়েছিলো শিশুশিল্পী। তবে আবারও কিছুদিন হলো তাকে পর্দায় দেখা গেছে। এবারে ছোট পর্দায় এক নতুন রূপে ফিরেছে অয়ন্যা। সম্প্রতি জী বাংলা চ্যানেলে এক নতুন ধারাবাহিক আরম্ভ হয়েছে ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’। এই ধারাবাহিক বাকি ধারাবাহিকের তুলনায় একদম আলাদা। অনেক দিন পর জী বাংলায় আবারও শিশুদের নিয়ে গড়ে উঠেছে নতুন ধারাবাহিক।

‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকে বধির চরিত্রে অভিনয়কারী ছোট্ট বোধির বুদ্ধি সকলকে তাকে লাগিয়ে দিয়েছে। শুরু থেকেই বদিকে পছন্দ করছেন দর্শক। তবে বোধির বুদ্ধির কাছে নাস্তানাবুদ হয়েছেন বোধির স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। আর তাই স্কুল ছাড়তে হয়েছে বোধিকে। কিন্তু এবার বোধির নতুন কম্পিটিটর এসেছে স্কুলে তার নাম সৃজিতা।

zee bangla bodhisotter bodhbuddhi serial new character 'srijit's' real identity

আরও পড়ুনঃ নিপার ফুলশয্যা মিঠাইয়ের ঘরে! ‘মনোহরায় কি আর ঘর নেই’ ক্ষেপে লাল অনুরাগীরা, রইল ছবি

ধারাবাহিকে এই নতুন চরিত্র সৃজিতাও বোধির মতো বেশ বুদ্ধিমতী। অর্থাৎ এবার লড়াইটা হবে পড়াশুনার। এই সৃজিতার চরিত্রে অভিনয়কারী অভিনেত্রী হল শিশুশিল্পী অয়ন্যা চ্যাটার্জি। যাকে আমরা পর্দায় ছোট সরদার ভূমিকায় দেখেছিলেম। শিশুশিল্পী অয়ন্যাকে আবার পর্দায় নতুন চরিত্রে দেখে দর্শক বেশ খুশি হয়েছেন।

× close ad