বাবা-মায়ের বিরুদ্ধে গিয়ে চাকরি ছেড়ে অভিনয়! আফসোস হয়? কি বললেন অভিনেত্রী তৃনা সাহা

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী হলেন তৃণা সাহা (Trina Saha)। তৃণার পথচলা শুরু হয় এই ছোটো পর্দা দিয়ে, কিন্তু এখন তাকে দেখা যাচ্ছে ওটিটিতেও। অল্প

Saranna

trina saha openup about her struggle to became an actress

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী হলেন তৃণা সাহা (Trina Saha)। তৃণার পথচলা শুরু হয় এই ছোটো পর্দা দিয়ে, কিন্তু এখন তাকে দেখা যাচ্ছে ওটিটিতেও। অল্প সময়ের মধ্যে কেরিয়ারে অনেকটাই সাফল্য করেছে। তবে অভিনেত্রী ছাড়াও তাঁর আরও একটি পরিচয় আছে, তিনি অভিনেতা নীল ভট্টাচার্যের স্ত্রী। নীলও টেলি দুনিয়ার জনপ্রিয় মুখ। সেও অভিনয় করছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘উমা’ তে মুখ্য ভূমিকায় কাজ করছেন।

অভিনেত্রী তৃণা সাহাকে (Trina Saha) সবাই গুণগুণ হিসাবেই চেনেন বর্তমানে। কারণ সে অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’। এই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম গুণগুণ। এর আগেও সে অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন। তাঁর প্রথম ধারাবাহিক ‘খোকাবাবু’। তারপর ‘জয় কালি কলকাতাওয়ালী’, ‘ ঠাকুমার ঝুলি’, ‘কলের বউ’। সে সব ধারাবাহিকে খুব সুন্দর চরিত্রে অভিনয় করছেন। তাঁর অভিনয়ে মুগ্ধ সিরিয়াল প্রেমী মানুষেরা। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। তাঁর এত দক্ষ অভিনয়, তাই তো সেখানেও অনুরাগীদের সংখ্যা অনেক।

trina saha openup about her struggle to became an actress

তবে এই যে তাঁর এত সাফল্য, এই সাফল্য কিন্তু একদিনে আসেনি। অনেক পথ, অনেক বাধা অতিক্রম করে তবেই এসেছে সাফল্য। তাঁর ইন্ডাস্ট্রি জীবনের চলার পথ এতটাই মসৃণ ছিল না। নিজের মুখেই শোনালেন সেই কাহিনী। প্রথমে তার পারিবারিক বাধা ছিল প্রবল। সুখের জীবন ছেড়ে পা বাড়িয়েছিলেন তিনি স্বপ্নের পথে। পথের বাধাকে জয় করে এগিয়ে গেছেন প্রতিপদক্ষেপে। আর তাই আজ তিনি এই জায়গায়।

অভিনেত্রী বলেন, ‘আমার কখনোই ইচ্ছা ছিল না অভিনয় করার, এমবিএ, সিএস করে আমি দিল্লিতে জব করি। বেশ মোটা টাকার স্যালারিও পাচ্ছিলাম। কিন্তু আমি শান্তি পায়নি এই কাজে। কারণ আমি ভেবেছিলাম, নিজে কিছু একটা করে দেখাব। আমি চেয়েছিলাম শিক্ষিকা হতে’। এরপর তিনি আরও জানান, ‘কিছু বছর পর হঠাৎ ইচ্ছা জাগে কোরিওগ্রাফি কিংবা ডিরেক্টর হওয়ার। তারপর ঠিক করি পড়াশোনা শেষ করে অভিনয় জগতে প্রবেশ করব’।

এই অভিনয় জগতের কথা শুনে অভিনেত্রীর মা অবাক। চাকরি ছেড়ে অভিনয় জগতে প্রবেশ করেন। এই কারণে তাঁর মা-বাবা তাঁর সাথে কথা বলা বন্ধ করে দেন। কিন্তু তাঁর এই সাফল্যের তাঁর বাবা-মার রাগ কমে। ধীরে পরিস্থিতি অনেকটাই মসৃণ হয়। আজ তাঁর বাবা-মা তাঁর সাফল্য নিয়ে গর্ব করেন।

আরও পড়ুনঃ সোহম বা নুসরত নয়, এই অভিনেতারাই ‘মহানায়ক’ সম্মানের প্রকৃত অধিকারী, দাবি নেটিজেনদের

আরও পড়ুনঃ নীল-তৃনা থেকে গৌরব-দেবলীনা, সিরিয়ালের এই ৫ তারকারা বাস্তবে স্বামী-স্ত্রী, রইল তালিকা

প্রসঙ্গত, বর্তমানে খড়কুটো ধারাবাহিকে তার অভিনয় সকলকে মুগ্ধ করেছে। অনেকের দ্বিমত থাকলেও অনেকেই আবার ভালোবাসেন অভিনেত্রীকে। পর্দায় তার খুনসুটি, দুস্টুমি আবার কখনও সহজ করে গম্ভীর কোনো কথাকে ফুটিয়ে তোলা দর্শক বেশ পছন্দ করেন। তার এই সাফল্যে তার স্বামী অভিনেতা নীল ভট্টাচার্যও গর্ব করেন বলে একবার জানিয়েছিলেন।

× close ad