পেটের জ্বালা বড় দায়! ২টো টাকার জন্য খালি পায়ে বৃষ্টিতে ভিজে ছুটছে ডেলিভারি বয়, রইল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার যুগে অনেক কিছুই মুহূর্তে ভাইরাল হয়ে পরে। তা পোষ্যের প্রতি ভালোবাসা হোক, ছোট্ট শিশুর খুনসুটি কিংবা আবাক করা কোনো ঘটনা যেকোনো আশ্চর্য করে

Desk

the delivery boy out for delivery in rain viral video

সোশ্যাল মিডিয়ার যুগে অনেক কিছুই মুহূর্তে ভাইরাল হয়ে পরে। তা পোষ্যের প্রতি ভালোবাসা হোক, ছোট্ট শিশুর খুনসুটি কিংবা আবাক করা কোনো ঘটনা যেকোনো আশ্চর্য করে দেওয়া ঘটনাই আজকাল ভাইরাল হয়ে পরে নেটমাধ্যমে। মানুষ নিজের সারাদিনের কর্মব্যস্ততার মাঝে মুঠোফোনকেই বেছে নেন ক্ষনিকের আনন্দের জন্য। অন্তত বেশিরভাগ মানুষই আজকাল তাই করেন। আর এই মুঠোফোনের মাধ্যমেই আমাদের কাছে পৌঁছে যায় এই সব মনোরঞ্জনের ভিডিও।

সম্প্রতি এই রকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। এইসব ভাইরাল ভিডিওই (Viral Video) তো মানুষকে এগিয়ে চলার কিছুটা সাহস যোগায় কখনও কখনও এই ভিডিওটি মানবিকতার ভিডিও। দ্বায়িত্ববোধের ভিডিও। আজকাল অতিব্যস্ততার কারণেই হোক কিংবা শখ করে আমরা প্রায় সকলেই রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করে থাকি। ‘জোম্যাটো’ বা ‘সুইগি’র মতো সংস্থার ডেলিভারি বয় এসে খাবার আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে যান। বাড়ি বসেই মনের মতন খাবার আমরা পেয়ে যাই।

the delivery boy out for delivery in rain viral video

কিন্তু এই যারা ডেলিভারি করতে আসছেন তাদের দায়িত্ব থাকে অনেকটা। আপনাকে আমাকে সঠিক সময়ের মধ্যে খাবার পৌঁছে দেওয়াই তাদের মূল দায়িত্ব আর এই দায়িত্ব পালনে তারা সর্বতভাবে চেষ্টা করে থাকেন। সম্প্রতি এক ডেলিভারি বয়ের কতর্বের তাগিদে পরিশ্রমের চিত্রটা অনেককে অনুপ্রেরণা জুগিয়েছে।

আরও পড়ুনঃ পাকা আম দিয়ে ম্যাগি তৈরি, সাথে আবার আমের কুচি! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল সেই ভিডিও

সুইগি’র ওই ডেলিভারি দেখা যাচ্ছে প্রবল বৃষ্টিতে রাস্তায় ভিজে কাক হয়ে যাচ্ছেন খাবার ডেলিভারি দিতে। বৃষ্টি থাকে থামাতে পারেনি। তার কর্তব্য জ্ঞান তাকে থামতে দেয়নি। প্রবল বৃষ্টির মুখে পড়লেও তাকে যে সময় মতো খাবার পৌঁছে দিতেই হবে নির্দিষ্ট ঠিকানায় আর তাই সবকিছু উপেক্ষা করে এগিয়ে চলেছেন তিনি।

ওই ব্যক্তির এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে। অনেকে এই ভিডিও দেখে অনেক রকমের মন্তব্য করেছেন। আবার অনেকে লিখেছেন ‘আপনাকে দেখে অনুপ্রাণিত হলাম’। তাকে সকলে কুর্নিশ জানিয়েছেন। অমন প্রবল বৃষ্টিতে ভারী বড়ো একটা ব্যাগ পিঠে করে বয়ে চলা মোটেও সহজ নয়।

× close ad