বলিউড ইন্ডাস্ট্রি থেকে একের পর এক খুশির খবর মিলছে। কখনও শোনা যাচ্ছে, নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন কোনো তারকা, আবার কখনও শোনা যাচ্ছে কোনও তারকা বাবা-মা হচ্ছেন। এই তো কয়েকদিন আগেই শোনা গেল আলিয়া ভাট মা হচ্ছেন। এর মাঝেই সম্প্রতি শোন যাচ্ছে মা হতে চলেছেন রানী মুখার্জী (Rani Mukherjee)। এই খবর হু হু করে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
আসলে, সম্প্রতি মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে দেখা মিলেছিল রানী মুখার্জীর (Rani Mukherjee)। সেখানে অভিনেত্রীর পরনে ছিল সবুজ কুর্তা আর গোলাপী রঙের ওড়না। বেশ সুন্দর লাগছিল তাঁকে। এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথেই ভিডিওটির কমেন্ট বক্সে সবাই আলোচনা করছে তাঁর বেবি বাম্প নিয়ে।

কারণ ভিডিওটিতে দেখা যাচ্ছিল, রানী বারবার তার ওড়না দিয়ে পেট ঢাকছেন। তাঁর ফিগার এবং তাঁর ওই ওড়না ঢাকা দেখে সবাই আলোচনা করছেন, তিনি মা হতে চলেছেন। তিনি প্রেগন্যান্ট বলেই বারবার ওড়না দিয়ে পেট ঢাকছেন। যদিও এটা শুধুমাত্রই গুঞ্জন, তাই এখনও জানা যায়নি আসল ব্যাপারটি কী। রানীও এ বিষয়ে এখনও মুখ খোলেননি।
অভিনেত্রী বেশ কিছু বছর লাইমলাইটে ছিলেন। তাঁকে শেষবারের মত দেখা গিয়েছিল মার্দানি ২ ছবিতে। তবে জানা যাচ্ছে, সম্প্রতি আসছে তাঁর নতুন ছবি ‘মিসেস চ্যাটার্জী বনাম নরওয়ে’ । এই ছবির জন্যই তিনি মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। এই ছবির কাহিনী হল, সারা দেশের বিরুদ্ধে এক লড়াকু মায়ের কাহিনী।
উল্লেখ্য, ২০১৪ তে আদিত্য চোপড়ার সাথে সাতপাকে বাঁধা পড়েন রানি। ২০১৫ তেই জন্ম দেন মেয়ে আদিরার। আদিরার বয়স এখন ৬ বছর। রানি মুখার্জী নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বাইরে বিতর্কিত আলোচনা হোক তা পছন্দ করেন না, তাই সবসময় চেষ্টা করেন নিজের ব্যক্তিগত জীবনকে লাইমলাইটে না রাখতে।
View this post on Instagram
তাই অন্যান্য তারকা সন্তান দের মতো আদিরাকে ক্যামেরার সামনে আনেন না তিনি। সম্প্রতি আদিরার ৫ বছরের জন্মদিন করেছিলেন ঘটা করে। অন্য সবার ফটো সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছিল, কিন্তু আদিরার ফটো পোস্ট করা হয়নি।








