ছোট পর্দায় আর দেখা যাবেনা সৃজিতাকে! এবার বলিউডে পাড়ি দিচ্ছে শিশুশিল্পী অয়ন্যা চ্যাটার্জি

সম্প্রতি জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’। এটি একটি সুন্দর ধারাবাহিক। এখানে নেই পরিবারের কুটকাচালি, এখানে নেই কোনো পরকীয়া, এখানে নেই কোনো

Saranna

srijita actress ayanna chatterjee debut in bollywood

সম্প্রতি জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’। এটি একটি সুন্দর ধারাবাহিক। এখানে নেই পরিবারের কুটকাচালি, এখানে নেই কোনো পরকীয়া, এখানে নেই কোনো ঝগড়া বিবাদ। শুধুই রয়েছে হাসি-মজা। এই ধারাবাহিকে দেখা গিয়েছিল একটি নতুন চরিত্রের আবির্ভাব। তাঁর নাম সৃজিতা। অভিনেত্রী অয়ন্যা চ্যাটার্জি (Ayanna Chatterjee)। সে বোধির স্কুলের সহপাঠী। চেনেন এই সৃজিতাকে? কারোর হয়ত মুখটা চেনা চেনা লাগছে, কিন্তু বুঝতে পারছেন না।

সৃজিতার চরিত্রে যে অভিনয় করছেন তাঁর নাম হল অয়ন্যা চ্যাটার্জি (Ayanna Chatterjee)। জি বাংলার ‘রানী রাসমণি’ ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু হয়। রানী রাসমণি তে তাকে দেখা গিয়েছিল ছোট্টো সারদার চরিত্রে। তার দক্ষ অভিনয় সকলের মন জয় করে নিয়েছে। এরপর থেকে সে একের পর এক কাজ করেন। সবেতেই তার সুন্দর অভিনয় দক্ষতার পরিচয় পাওয়া যায়।

zee bangla bodhisotter bodhbuddhi serial new character 'srijit's' real identity3

রানী রাসমণি ধারাবাহিক শেষ হওয়ার পর তাকে আর টিভির পর্দায় দেখা যায়নি। কারণ সে পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলেন। এরপর জি বাংলার পর্দায় সবেমাত্র শুরু হওয়া জনপ্রিয় ধারাবাহিক ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ দিয়ে ছোটো পর্দায় কামব্যাক করেছে সে। রাসমণি ধারাবাহিকের ছোট সারদাকে অনেকেই প্রথম দেখায় চিনতে পারেননি। তারপর সকলেই চিনে নিয়েছেন ধীরে ধীরে।

তবে শুধু ছোটো পর্দা নয়, সম্প্রতি সে বড় পর্দাতেও ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। মৈনাক ভৌমিকের মিনি ছবিতে মিনির চরিত্রে অভিনয় করেছে সে। এই ছবিতে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ছিলেন। মিমি চক্রবর্তীর সাথে সহকারী অভিনেত্রীর ভূমিকায় কাজ করেছে অয়ন্যা। অভিনেত্রী মিমি চক্রবর্তী এই ছবিতে মিনির মাসির ভূমিকায় অভিনয় করেছিলেন।

srijita actress ayanna chatterjee debut in bollywood

খুব অল্প বয়সেই এই শিশু অভিনেত্রী সফলতার চরম শিখরে পৌঁছে গেছে। এবার টলি ছেড়ে তাকে বলিউডেও দেখা যাবে। বলিউডের আসন্ন ওয়েব সিরিজ ‘ব্রাউন’। যেখানে অভিনয় করবেন করিশ্মা কাপুর। এই সিরিজেই অয়ন্যা কে দেখা যাবে এক বিশেষ চরিত্রে। তাঁর চরিত্রের নাম অহনা। করিশ্মাকেও অনেকদিন যাবৎ টিভির পর্দায় দেখা যায় নি।

আরও পড়ুনঃ ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকের এই নতুন চরিত্র সৃজিতা আসলে কে ? রইল শিশুশিল্পীর আসল পরিচয়

আবার এই ওয়েব সিরিজের মধ্যে দিয়ে পর্দায় পা রাখতে চলেছেন তিনি। অভিনেত্রীর মা জানিয়েছেন অয়ন্যা কে আর হয়তো কিছুদিন পর ছোটো পর্দায় দেখা যাবে না, কারণ এর জন্য পড়াশোনায় প্রভাব পড়ছে। তাই চান মেয়ে ওয়েব  সিরিজেই কাজ করুক। আর তার ফাঁকে পড়াশুনায় মনোযোগ দিক।

× close ad