ঝিলিকের পর কৃষ্ণকলির সাথে ‘কালারফুল বয়’ মদন মিত্র! নেতার সাথে ছবি দিতেই শুরু জল্পনা

রাজ্য-রাজনীতি থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গায় এখন অপা। অর্থাৎ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) এবং পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সারা সোশ্যাল মিডিয়ায় এখন টাকার ছবি। সম্প্রতি

Saranna

actress tiyasha roy talks about her relationship with madan mitra

রাজ্য-রাজনীতি থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গায় এখন অপা। অর্থাৎ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) এবং পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সারা সোশ্যাল মিডিয়ায় এখন টাকার ছবি। সম্প্রতি একটি ঘটনা জল্পনাকে আরও উস্কে দিয়েছে। ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে সেক্স টয় এবং একটি আংটি। আংটির উপরে লেখা রয়েছে পি। এরপরেই মানুষের মনে প্রশ্ন জাগছে তাহলে কি দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক রয়েছে?

এর মাঝেই ভাইরাল হয়েছে মদন মিত্রের পাশে অভিনেত্রী তিয়াশা রায় (Tiyasha Roy) র ছবি। যদিও এর আগেই দেখা গিয়েছিল অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য (Sreetama Bhattacharya)-র ছবি। এবার নতুন সমীকরণ খুঁজছে আমজনতা। রাজনীতিবিদ-নায়িকা এই সম্পর্কের সমীকরণ কি সহজ সরল? নাকি এর পিছনে রয়েছে অন্য কিছু?

actress tiyasha roy talks about her relationship with madan mitra

মদনের সাথে তিয়াশার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ । প্রায় সব সময়ই তাকে দেখা যায়। এই তো গত বছর দূর্বার মহিলা গোষ্ঠীর খুঁটিপূজোয় আমন্ত্রণ জানানো হয়েছিল মদন মিত্রকে। তার সাথে এসেছিলেন তিয়াশা। তিয়াশাই সেই খুঁটির উদ্বোধন করলেন। এছাড়াও কামারহাটির ত্রাণ বিনিময়েও দুজনকে একসাথে দেখা গিয়েছিল। এছাড়াও একসাথে মন্দিরে পূজা দেওয়া থেকে শুরু করে সমাজমূলক কাজ পর্যন্ত একসাথে দেখা গিয়েছিল।

তিয়াশাকে নিয়ে মদন মিত্রের সাথে নানা গুঞ্জন দেখা যায়। এই গুঞ্জন সম্পর্কে মুখ খুললেন তিয়াশা। তিনি বলেন মদনদার পাশে কোনো নায়িকা দাঁড়িয়ে ছবি তুললেই সেটা খবরের শিরোনামে চলে আসে। কিন্তু দুটো পুরুষ রাজনীতিবিদ যদি এরকম ভাবেই দাঁড়িয়ে ফটো তোলে, তাহলে তাদের ঘনিষ্ঠতা নিয়ে কোনো খবর হয় না।

এরপরেই তিনি জানান, পার্থ অর্পিতার সমীকরণে সবাইকে এক জায়গায় নিয়ে আসা উচিত নয়। আমি মদন দাকে শ্রদ্ধা করি। তাই যখনই শুনি মদনদা আসবেন তখনই পাশ্চাত্য পোশাক ছেড়ে শাড়ি কিংবা আনারকলি পড়ি।

আরও পড়ুনঃ মদন মিত্রের বাহুডোরে ছোট পর্দার ঝিলিক অভিনেত্রী শ্রীতমা! ভাইরাল ছবি দেখে কটাক্ষ নেটিজেনদের

অনেকেই বলেন মদন মিত্রের জন্য তিয়াশার সাথে সুবানের বিচ্ছেদ হয়েছে। কিন্তু এই কথা সম্পূর্ণ ভুল। কারণ সুবানের সূত্রেই মদন দার সাথে আমার আলাপ। আস্তে আস্তে সব চেনা জানা হতে, সুবান আর আমার সাথে যেত না, আমি একাই যেতাম। আমার অনেক উপকার করেছেন মদনদা, আমি তাঁর কাছে খুবই কৃতজ্ঞ।