স্টার জলসায় সম্প্রতি একের পর এক নতুন ধারাবাহিকের প্রোমো সামনে আসছিল। তার মধ্যে ইতিমধ্যেই নতুন ধারাবাহিক ‘সাহেবের চিঠি’ ও ‘এক্কা দোক্কা’ আরম্ভ হয়ে গেছে। সবরকম মিলিয়ে এই দুটি ধারাবাহিক দর্শক মোটামুটি পছন্দও করছেন। কিন্তু এখনও দুটি নতুন ধারাবাহিক অপেক্ষার তালিকায় রয়ে গেছে। ‘মাধবীলতা’ ও ‘নবাব নন্দিনী’ এই দুই ধারাবাহিকের প্রোমো প্রকাশ পেয়েছে অনেক দিন। তবে কবে ও কোন সময়ে শুরু হচ্ছে সেটা এখনো জানা যায়নি। এরই মাঝে খারাপ খবর ‘বৌমা একঘর’ (Bouma Ekghor) ধারাবাহিকের জন্য।
তবে সম্প্রতি স্টার জলসা চ্যানেলের তরফে নতুন আগত সিরিয়াল ‘নবাব নন্দিনী’র শুরুর নির্দিষ্ট দিন ও সময় জানানো হয়েছে। স্বাভাবিক ভাবেই আবারও নতুন ধারাবাহিককে জায়গা করে দিতে পুরোনো ধারাবাহিকের জায়গা বদল করা হয়েছে।সময় বদলেছে ‘গোধূলি আলাপ’ সিরিয়ালটির। আগামী ৮ ই আগস্ট থেকে ‘গোধূলি আলাপ’ দেখা যাবে স্টার জলসায় রাত ১০.৩০ এর সময়ে। আর গুধুলী আলাপের জায়গায় অর্থাৎ সন্ধ্যে ৬ টা থেকে নবাব নন্দিনী হবে।
এই অবধি তবুও দর্শক মেনে নিচ্ছিলেন তবে মানতে পারলেননা এই সিদ্ধান্ত। স্টার জলসায় রাত সাড়ে দশটা থেকে হয় বৌমা একঘর ধারাবাহিক। নতুন ধারাবাহিককে জায়গা দিতে ৮ ই আগস্ট থেকে বৌমা একঘর সিরিয়ালের জায়গাতেই দেখানো হবে গোধূলি আলাপকে। কিন্তু চ্যানেলের তরফে এটা জানানো হয়নি যে ‘বৌমা একঘর’ সিরিয়ালটি কোন স্লটে যাচ্ছে।
আরও পড়ুনঃ মুখ বদল চিঠির, নতুন নায়িকার পাশে প্রতীক সেন! খবর প্রকাশ পেতেই চাঞ্চল্য নেটপাড়ায়
তাই অধিকাংশ দর্শকের ধারণা তবে এবার বৌমা একঘর শেষ করে দিতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ। এর আগেও টিআরপির অভাবে অনেক ভালো ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল। আর এবারেও হয়তো বৌমা একঘর ধারাবাহিকে সেভাবে টিআরপি না থাকায় বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে কর্তৃপক্ষ। এমনটাই দশর্শকের ধারণা।
তবে দর্শক এইরকম কিছুর আভাসেই বেশ ক্ষিপ্ত হয়েছেন। তারা অনেকে অনেকরকম মন্তব্য করেছেন কেউ বলেছেন। খেলাঘর সিরিয়ালটি এখন আর কেউ দেখে না প্রয়োজনে সেটা বন্ধ করে দিন। আবার অনেকে বলেছেন মন ফাগুনও তো এখন আর সেভাবে টিআরপি আনতে পারছেনা প্রয়োজনে তাকে প্রাইম স্লট থেকে সরিয়ে অন্যত্র দিন। কিন্তু বৌমা একঘর সিরিয়ালটি বেশ ভালো হয় ওটা শেষ করে দেবেননা।
জী বাংলার আপু ধারাবাহিক থেকেই অভিনেত্রী সুস্মিতার ব্যাপক জনপ্রিয়তা। তাকে দর্শক বেশ পছন্দ করেন। তাই অভিনেত্রীর সিরিয়াল এভাবে কিছু মাসের মধ্যেই বন্ধ হয়ে যাবে এটা তার অনুরাগীরা কিছুতেই মেনে নিতে পারছেননা। তবে এই ধারাবাহিক যে সত্যির বন্ধ হয়ে যাচ্ছে নাকি অন্যত্র সরানো হবে তা এখনো স্পষ্ট নয়। নতুন কোন সময়ে বৌমা একঘর দেখা যাবে সেটা এখনো নির্দিষ্ট করা হয়নি বলেই দর্শক এমনটা ধরে নিচ্ছেন।