অবাঙালি হয়েও অভিনয়ে সেরা টলিউড থেকে বলিউড, জন্মদিনে ‘চটি চাটা’ বলে অভিনেতাকে কটাক্ষ সহকর্মীর

বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় উল্লেখযোগ্য একজন অভিনেতা হলেন ভরত কল (Bharat Kaul)। বলা যেতে পারে টলিউডের খলনায়ক তিনি। ছোটো পর্দা থেকে শুরু করে বড় পর্দা সবেতেই

Saranna

tollywood actor bharat kaul explosive comments on his birthday

বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় উল্লেখযোগ্য একজন অভিনেতা হলেন ভরত কল (Bharat Kaul)। বলা যেতে পারে টলিউডের খলনায়ক তিনি। ছোটো পর্দা থেকে শুরু করে বড় পর্দা সবেতেই তাঁর অগাধ বিচরণ। কাশ্মীর থেকে আসা এই ভদ্রলোক খুব ফর্সা, লম্বা সুঠাম চেহারার অধিকারী এই ভরত কল একসময় সকল মানুষের মনে ঝড় তুলেছিল।

২৮ শে জুলাই ছিল ভরত কলের (Bharat Kaul) জন্মদিন। এই জন্মদিন বেশ স্পেশাল এবং ঘটনাবহুল। এত বছরের জীবনে এবছরের জন্মদিন এই প্রথম এত ঘটনাবহুল। এই বছরের জন্মদিন একদম মনে রাখার মত। ভাবছেন তো কি এমন ঘটনা ঘটেছে এই জন্মদিনে?

tollywood actor bharat kaul explosive comments on his birthday

প্রথমত, এই জন্মদিনে তিনি বাড়িতেই ছিলেন না। বাড়িতে থাকবেন বলেই বিরতি নিয়েছিলেন ছোট পর্দা থেকে। কিন্তু সন্দীপ রায়ের হত্যাপুরীর হাত থেকে ছুটি পাননি। হত্যাপুরীর শ্যুটিং এ ছুটি করতে পারেননি তিনি। তাই এবারের জন্মদিন কেটেছে পুরীতে। আগের রাতে মেয়ে আর স্ত্রীকে নিয়ে কেক কেটেছেন। তাই এবারের জন্মদিনটা খুব অন্যরকম।

 

View this post on Instagram

 

A post shared by Bharat Kaul (@kaul2998)

দ্বিতীয়ত, ২০০১ সাল থেকে দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন। কিন্তু এই প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁকে চিঠি দিয়েছেন। কিন্তু দিদির শুভেচ্ছা বার্তাতেও ছিল মনখারাপের দুশ্চিন্তা। তিনি বেশ আপ্লুত মাননীয়ার কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়ে। ভরত কলও জানিয়েছেন তিনি যতদিন বেঁচে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন।

আরও পড়ুনঃ অভিনয়ের পাশে মিমিক্রিতেও পারদর্শী অনামিকা! Didi No.1 এর মঞ্চে রুকমার মিমিক্রি ভাইরাল প্রোমো

এরপরই অর্পিতা আর পার্থর প্রসঙ্গে তিনি বলেন, আমার ৩০ বছরের অভিনয় জীবনে আমি কখনও অর্পিতাকে দেখিনি। তাতেই তিনি হয়ে গেলেন অভিনেত্রী। এরপর থেকেই সহ-অভিনেতাদের বিরুদ্ধে খারাপ কথা বলা শুরু।


এরপরই তিনি বলেন, বিজেপিতে যোগ দিলে এত কথা ওঠে না। কিন্তু মুখ্যমন্ত্রীকে সমর্থন জানালেই কথা ওঠে। যে অভিনেত্রী আমাদের চটি চাটা বলেছেন, তিনি বাম সমর্থক। একই পেশার মানুষ হয়ে তিনি কাউকেই ছাড়ছেন না। এরপরই তিনি বলেন এবছরের জন্মদিন শিখিয়ে দিল নিজের পেশার সঙ্গে যুক্তদের সম্মান করার দিন শেষ।

× close ad