অভিনয়ের পাশে মিমিক্রিতেও পারদর্শী অনামিকা! Didi No.1 এর মঞ্চে রুকমার মিমিক্রি ভাইরাল প্রোমো

বাংলা টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায় (Rooqma Ray)। তাঁর যাত্রাপথ শুরু হয়েছিল স্টার জলসার ‘কিরণমালা’ ধারাবাহিক দিয়ে। এই ধারাবাহিক বেশ জনপ্রিয় ছিল, টিআরপি তালিকায়

Saranna

actress rooqma ray mimic actress anamika saha on didi no.1 set

বাংলা টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায় (Rooqma Ray)। তাঁর যাত্রাপথ শুরু হয়েছিল স্টার জলসার ‘কিরণমালা’ ধারাবাহিক দিয়ে। এই ধারাবাহিক বেশ জনপ্রিয় ছিল, টিআরপি তালিকায় বেশ দাপিয়ে বেড়িয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিক শেষ হতে তারপর দেখা যায় ‘কুন্দ ফুলের মালা’ ধারাবাহিকে লিড চরিত্রে। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে দেখা গিয়েছিল ইন্দ্রজিৎ চক্রবর্তীকে।

মাঝখানে কেটে গেছে অনেক বছর। তাঁকে আর দেখা যায়নি কোনো লিড চরিত্রে। বাঘ বন্দি খেলা ধারাবাহিকে দেখা গিয়েছিল খলনায়িকার চরিত্রে। তারপর দেখা যায় দেশের মাটি ও খড়কুটোতে। দেশের মাটি ধারাবাহিকে বেশ জনপ্রিয় হয়েছিলেন তিনি। এই ধারাবাহিকের রাম্পি জুটি দর্শকদের বেশ পছন্দের। বেশ প্রশংসা পেয়েছিল। পার্শ্ব চরিত্র হয়েও লিড চরিত্র হয়ে গিয়েছিল তারা। আবার খড়কুটোতে অভিনেত্রী রুকমা রায় (Rooqma Ray) এর খল চরিত্র তিন্নি কে দর্শকরা একদম সহ্য করতেই পারতেন না।

actress rooqma ray mimic actress anamika saha on didi no.1 set

এরপরই তাঁকে আবার দেখা যায় মুখ্য ভূমিকায় । জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘লালকুঠি’ তে। এই ধারাবাহিক একটু রহস্য, রোমাঞ্চ, থ্রিলারে ভরপুর। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে রয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সামান্য বিরতির পর অন্যভাবে দর্শকদের সামনে এসেছেন রুকমা। বেশ ভালো অভিনয় করেন তিনি। তবে আর একটা জিনিসও ভালো করতে পারেন, সেটা হল মিমিক্রি।

আরও পড়ুনঃ নতুন সিরিয়ালকে জায়গা দিতে বন্ধ হচ্ছে ‘খেলাঘর’! সুস্মিতার অনুরাগীদের জন্য কি তবে খুশির খবর

সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে লালকুঠি ধারাবাহিকের সদস্যদের নিয়ে এসেছিলেন রুকমা রায়। সেই প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানেই সঞ্চালিকা রচনা ব্যানার্জীর অনুরোধে বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহার নকল করে দেখালেন। তার মিমিক্রির ক্রিয়াকলাপ দেখে মুগ্ধ সকলে। যেভাবে অভিনেত্রীর সমস্ত ভঙ্গিমা রপ্ত করেছেন তা সত্যিই প্রশংসনীয়। স্বয়ং সঞ্চালিকা হেসে লুটোপুটি।

এত ভালো মিমিক্রি দেখে অবাক রচনা ব্যানার্জী (Rachana Banerjee)। তাঁর ওই মিমিক্রির ভিডিও দেখে নেটিজেনরা কমেন্ট জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সবাই এই এপিসোড দেখার জন্য মুখিয়ে রয়েছেন। তবে মিমিক্রি ছাড়াও তার ভালো গানের গলা। কিছুদিন আগেই তার পুষ্পা ছবির গাওয়া একটি গান ‘আন্তাভা’ গানের ভিডিও ভাইরাল হয়েছিল। তাতেই বোঝা যাচ্ছিল কি সুন্দর গানের গলা তাঁর।

× close ad