বাংলা টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অনুশ্রী দাস (Anushree Das)। অনেক দিন ধরেই রয়েছেন এই ইন্ডাস্ট্রিতে। তাঁর ইন্ডাস্ট্রি জীবন শুরু হয় ১৯৯১ সালে। কেরিয়ারের শুরুতেই করেছিলেন লিড চরিত্রে অভিনয়। ১৯৯১ সালে ভবেশ কুন্ডু পরিচালিত ছবি ‘বউরানী’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেন। তাঁর বিপরীতে ছিলেন অভিনেতা ভাস্কর ব্যানার্জী। এই ছবিতে তাদের জুটি সকলের মন ছুঁয়ে গিয়েছিল।
এরপর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি। তারপর একে একে বিখ্যাত বিখ্যাত ছবিতে অভিনয় করেন ‘বউরানী’ ছবির পরের বছরই তিনি অভিনয় করেন ‘রূপবান কন্যা’ ছবিতে। তারপরে ‘বিশ্বাস অবিশ্বাস’,’আমোদিনী’,’ভাই আমার ভাই’,’বকুল প্রিয়া’,’স্বামীর আদেশ’,’আটটা আটের বনগাঁ লোকাল’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন। তারপর একসময় অভিনেতা ভরত কলকে (Bharat Kaul) বিয়ে করেন।
অভিনয় জীবনে বেশ সফল তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনে খুবই অসফল। টলিউডের ক্যাসানোভা তথা অভিনেতা ভরত কলের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হন অনুশ্রী। দীর্ঘ প্রেমের সম্পর্কের পর সাতপাঁকে বাঁধা পড়েন তারা। তবে বিয়ের কিছুদিন পরেই তাদের বিবাহিত জীবনের বিচ্ছেদ ঘটে। তবে ঠিক কি কারণে তাদের বিচ্ছেদ ঘটে, এই নিয়ে নানান গুঞ্জন শোনা গেলেও সঠিক কারণ জানা যায়নি। তবে এও জানা যায় ভরত কলের সাথে অনেক অভিনেত্রীরই সম্পর্ক ছিল।
ভরত কলকে আমরা অনস্ক্রিনে খলনায়ক হিসেবে দেখি, কিন্তু অভিনেত্রী অনুশ্রীর জীবনে সে বাস্তবের খলনায়ক। বিচ্ছেদ হওয়ার পর ভরত কল চলে যান মুম্বাইয়ে, সেখানে গিয়ে অভিনেত্রী সায়ন্তনী ঘোষের সঙ্গে ‘লিভ ইন সম্পর্কে আবদ্ধ ছিলেন। আর তখনই ভরত কলের শরীরে ধরা পড়ে মারণ রোগ লিউকেমিয়া। তারপর কলকাতায় ফেরেন চিকিৎসার জন্য। সুস্থ হয়ে আবার কাজে যোগ দেন। ‘আপনজন’, ‘রাজযোটক’ এর মত বিখ্যাত ধারাবাহিকে।
আর তখনই আলাপ হয় অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায়ের (Jayoshree Mukherjee) সঙ্গে। আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একটি মেয়েও রয়েছে। বর্তমানে অনুশ্রী দাস স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’-তে অভিনয় করছেন। এই ধারাবাহিকে অনুশ্রী আর জয়শ্রী দুই জায়ের ভুমিকায় অভিনয় করছেন। অনস্ক্রিনে তাদের সম্পর্ক যেমন ভালো, অফস্ক্রিনেও তাদের সম্পর্ক ভালো।
আরও পড়ুনঃ TRP তলানিতে, আগস্টেই শেষ ‘খড়কুটো’! অবশেষে মুখ খুললেন গুনগুন অভিনেত্রী তৃণা সাহা
জীবনে তো চড়াই উতরাই আসবেই সেটাকে ধরে না রেখে এগিয়ে চলায় তো জীবন এই কথাটা প্রমাণ করলেন অনুশ্রী দাস। কারণ অনেকেই থাকেন বাস্তবে তারা সতীন, তাই কোনো ধারাবাহিকে বা সিনেমায় একসাথে কাজ করার সুযোগ এলে তারা একসাথে কাজ করতে চাননা। কিন্তু অভিনেত্রী অনুশ্রী দাস এর ব্যতিক্রম।