বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। এই ধারাবাহিক শুরু থেকেই ছিল বাংলার সেরা ধারাবাহিক। পাশাপাশি টিআরপি তালিকাতেও বেশ সফল তবে বেশ কিছু দিন আগে টিআরপি তালিকাতে খুব খারাপ ফল করছিল মিঠাই। টিআরপি তালিকার প্রথম তিনেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু আবার নিজের জায়গায় ফিরে আসতে সক্ষম হয়েছে মিঠাই। মিঠাইতে দেখা যাচ্ছে একের পর এক নতুন চমক। প্রথমে মিঠাইয়ের গুলি লাগলো। আবার সেই পর্ব মিটতে না মিটতেই আবার নতুন এক চমক ধারাবাহিকে হাজির হয়েছে।
আসলে অনেক দিন পরে আবার মিঠাইকে টিআরপি তালিকায় শীর্ষে দেখা যাচ্ছে। তাই মিঠাই ধারাবাহিকের নির্মাতারা চাইছেন, সবসময় এই ধারাবাহিক টপ লিস্টেই থাকুক। নিজেদের জায়গা ধরে রাখতে ধারাবাহিক নির্মাতারা উঠেপড়ে লেগেছেন। তাই টিআরপি তালিকায় সবার শীর্ষে থাকার জন্য কাহিনীতে এনেছে এই নতুন চমক। আর এই চমকে চমকিত হয়ে অনুরাগীরা বলছেন ‘জবা পার্ট টু’ দেখানো হবে মিঠাইতে।
ভাবছেন জবা পার্ট টু টা আবার কী? স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’ এর জবা কে মনে আছে? সেই জবার কর্মকান্ডের সাথে এই ধারাবাহিকের সাদৃশ্য খুঁজে পাওয়া যাচ্ছে। ছাত্র ছাত্রীদের উপর বোমা ফিট করেছিল দুস্কৃতিরা। আর জবা সুন্দর ভাবে সেজে গুজে হাতে একটা কাঁচি নিয়ে সেই বোমার তার কেটে দিয়ে মুক্ত করে তাদের।
এই দৃশ্য দেখার পর ট্রোলের মুখে পড়েছিল সেই ধারাবাহিক। তখন অনেকেই বলেছিল, জবাকে এবার রাজ্য সরকার নিয়োগ করবেন বোমা নিস্ক্রিয় করার কাজে। আর সেই একই রকম দৃশ্য দেখানো হল মিঠাই ধারাবাহিকেও, যার প্রোমো দেখার পর থেকে সকলেই অবাক হয়ে জবার কথা মনে করছে।
মিঠাই ধারাবাহিকে দেখা যায়, মোদক বাড়িতে বোমা ফিট করেছে ওমি আগরওয়াল। আর সেই বোমা নিস্ক্রিয় করবে মিঠাই আর সিদ্ধার্থ। কারণ পুলিশ এবং বম্ব ডিফিউজাল স্কোয়াডের কেউই মনোহরার ভিতরে প্রবেশ করতে পারছে না। তাই তারা মাইকিং করে, জানায়, কীভাবে বোমাটা নিস্ক্রিয় করতে হবে। মিঠাই আর সিড তাদের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে প্লাস দিয়ে সেই তার কাটে। জবা কেটেছিল কাঁচি দিয়ে আর সিড কাটল প্লাস দিয়ে।
এমন কাহিনী দেখে নেটিজেনরা জবাকে আহ্বান করছেন। কেউ বলছেন, ‘জবার কথা মনে পড়ে গেল। ‘ আবার একজন লিখেছেন, ‘জবার বংশধর’। এই ভাবেই গোটা নেটপাড়া জুড়ে খিল্লি উঠছে মিঠাই এর। তবে ধারাবাহিকে দেখা যাচ্ছে বেশ একপ্রকার বাধ্য হয়েই মিঠাই সিদ্ধার্থকে নিজের হাতে বোম নিষ্ক্রিয় করতে হচ্ছে তাই। ইটা নিয়ে ট্রল করার মতনও কিছু দেখছেননা অনুরাগীরা।