‘ইনি বিনি টাপা টিনি মহিষাসুরমর্দিনী’! ঋতুপর্ণার ভাইরাল ছবি ঘিরে বিতর্ক নেটপাড়ায়

পুজো যে আসছে, তার আগাম খবর আমরা পায় আকাশে শরতের মেঘ দেখে। আর একটা জিনিস থেকে আমরা পুজো পুজো অনুভব করি, সেটা হল মহালয়া। আর

Saranna

actress rituparna sengupta get angry for social media troll

পুজো যে আসছে, তার আগাম খবর আমরা পায় আকাশে শরতের মেঘ দেখে। আর একটা জিনিস থেকে আমরা পুজো পুজো অনুভব করি, সেটা হল মহালয়া। আর মহালয়া মানেই ভোরে উঠে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠস্বর। তবে সময়ের সাথে বদলেছে মানুষের চিন্তা ভাবনা। মানুষ হয়ে উঠেছে আধুনিক। আর সেই আধুনিকতার সাথে সাথে মানুষের সবকিছুই বদলাচ্ছে। এখন রেডিও এর বদলে মানুষের কাছে এসেছে, টিভি। এখন টিভিতেই মহালয়া দেখেন।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে বাংলা বিনোদনের অপর চ্যানেল কালারস্ বাংলার মহিষাসুরমর্দিনীর প্রোমো ভিডিও। ভিডিওটা দেখে অবাক দর্শকরা। কালার্স বাংলার এই প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে, দেবী দুর্গার রূপে থাকছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। শুধু তাই নয়, এই ভিডিওর পোস্টারে লেখা ‘ইনি বিনি টাপা টিনি, মহিষাসুরমর্দিনী’, আর এই কথাটি নিয়েই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় বিতর্ক।

actress rituparna sengupta get angry for social media troll

প্রসঙ্গত, রেডিওর পর প্রথম দূরদর্শনে আমরা মহালয়া দেখতে পেতাম। এখন অনেক নতুন নতুন চ্যানেল টিভির পর্দায় দেখা যায়। জি বাংলা, স্টার জলসা, কালার্স বাংলা, আকাশ আট প্রভৃতি। এইসব চ্যানেলে নতুন ভাবে, নতুন রূপে, নতুন কাহিনী দিয়ে মহালয়া শুরু হয়। জনপ্রিয় অভিনেত্রীদের দেখা যায় দূর্গার ভূমিকায় অভিনয় করতে।

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)


তবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মহালয়ার পোস্টারে এভাবে একটা বাংলা গানের লাইন জুড়ে, দেবী দুর্গার নাম জুড়ে দেওয়ায় ও সেটাকে ব্যাঙ্গাত্মক করে তোলায় সকলেই রেগে গিয়েছেন। অনেকে অনেকরকম ভাবে ট্রোল করছেন অভিনেত্রীকে। কেউ লিখেছেন, ‘বুড়ি দূর্গা’। অনেকেই আবার চাইছেন না ঋতুপর্ণা কে দূর্গা হিসাবে দেখতে। অনেকেই  গানের সাথে এই লাইন জুড়ে দেওয়ার তীব্র বিরোধিতাও করেছেন।

এই বিষয় নিয়ে মুখ খুললেন এবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত নিজে। অভিনেত্রী জানিয়েছেন এই খবরটি সম্পূর্ণরূপে ভুঁয়ো। এই পোস্টারের সাথে চ্যানেল কর্তৃপক্ষের কোনো যোগ নেই। তিনি এও বলেন যে ছবিটি ভাইরাল হয়েছে তাতে ইনি বিনি টাপা টিনি কথাটি এডিট করে বসিয়ে বিতর্কের সৃষ্টি করা হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Colors Bangla (@colorsbangla)


উল্লেখ্য, এ বছর মহালয়ার সময় ২৫ সেপ্টেম্বর (৮ আশ্বিন), রবিবার। এই দিন কালার্স বাংলায় দেখা যাবে নতুন রূপে নতুন আঙ্গিকে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। অভিনেত্রী বর্তমান কালে অনেকগুলি ছবি দর্শককে উপহার দিয়েছেন। তার অভিনয় এখনো দর্শকের নজর কাড়ে। অভিনেত্রীকে এই রূপে দেখে তার অনুরাগীরা বেশ খুশি।

× close ad