টেলিভিশনের পর্দায় অনেক ধারাবাহিক (Serial) আসে যায়। কিন্তু এই নতুনের ভিড়ে, পুরানো ধারাবাহিক গুলি এখনও দর্শকদের মননে খুব সুন্দর ভাবে গেঁথে রয়েছে। যে ধারাবাহিকগুলো এখনও এভারগ্রীন। ধারাবাহিকের চরিত্র গুলোও এখনও দর্শকের মনে খুব সুন্দর ভাবে জায়গা করে রেখেছে। তাই তো ধারাবাহিক শেষ হয়ে গেলেও সেই সব ধারাবাহিকের কলা-কুশলীদের আসল নাম ভুলে সেই চরিত্রের নামেই তাদের সম্বোধন করেন মানুষ।
এমনকি ধারাবাহিকের টাইটেল সং গুলোও এখনও মানুষ শোনেন। আজ দেখে নেওয়া যাক, সেইসব এভারগ্রীন ধারাবাহিকগুলোর সম্পর্কে। যেগুলো এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। যেগুলো এখনও ওটিটি প্ল্যাটফর্মে দেখা যায়। দর্শকরা এখনও সেগুলো দেখেন বা দেখতে ভালোবাসেন। এই ধারাবাহিক গুলি দর্শকের কাছে ভোলার মতো নয়।
বাংলার কিছু এভারগ্রীন ধারাবাহিক :
ওগো বধূ সুন্দরী (Ogo Bodhu Sundari) : ২০০৯ সালে স্টার জলসার পর্দায় অপর এক জনপ্রিয় ধারাবাহিক। এক সুন্দর কাহিনী নিয়ে গড়ে ওঠা ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকটি আজও দর্শকের কাছে আগের মতোই জনপ্রিয়। ধারাবাহিকে ইশান ও ললিতার জুটির রসায়ন দর্শককে বাড়ে বাড়ে ফিরিয়ে নিয়ে যায় সেই সময়ে। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও অভিনেতা রাজদীপ গুপ্ত। যদিও পরবর্তী সময়ে মুখ্য চরিত্র ইশান পরিবর্তিত হন সেখানে দেখা গিয়েছিলো অভিনেতা রেহান রায়কে।
তোমায় আমায় মিলে (Tomay Amay Mile) : ২০১৩ সালে আবারও সেই স্টার জলসার পর্দায় এক যুগান্তকারী ধারাবাহিকের সৃষ্টি করা হয়েছিল ‘তোমায় আমায় মিলে’। পর্দায় নিশীথ-উষশী জুটিকে দর্শক অনন্ত ভালোবাসা দিয়েছিলেন। আজও দর্শকের চোখে সেই জুটি সেরা। এই ধারাবাহিকের গল্প বেশ জনপ্রিয়তা পায়। দর্শক আজও ওটিটি তে এই ধারাবাহিক দেখেন, দেখতে পছন্দ করেন। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী রুশা চ্যাটার্জী, ও অভিনেতা ছিলেন প্রথমে রিজু বিশ্বাস পরে অভিনেতা গৌরব রায় চৌধুরী।
বোঝে না সে বোঝে না (Bojhe Na Se Bojhe Na) : ২০১৩ সালে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হওয়া ধারাবাহিক হল বোঝে না সে বোঝে না। এই ধারাবাহিক সেই সময় এতটাই জনপ্রিয় হয়েছিল যে, আট থেকে আশি সকলেই দেখতে। পাখি আর অরণ্যের প্রেম কাহিনী সকলকে মুগ্ধ করেছিল। এই ধারাবাহিকের গান আজও প্রাসঙ্গিক। পাখির ভূমিকায় অভিনয় করেছেন মধুমিতা সরকার । সকলে এখনও তাঁকে পাখি নামেই সম্বোধন করেন। আর অরণ্যের ভূমিকায় অভিনয় করেছেন যশ দাশগুপ্ত। এই ধারাবাহিক এখনও হটস্টারে দেখা যায়। দর্শকরা এখনও ভালোবেসে দেখেন।
তুমি আসবে বলে (Tumi Asbe Bole) : ২০১৪ সালে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হওয়া এই ধারাবাহিকের টাইটেল সং এখনও দর্শকরা শোনেন। এই ধারাবাহিকের কাহিনী হল রাহুল আর নন্দিনী একই কলেজে পড়ত, রাহুল নন্দিনীকে ভালোবাসত, কিন্তু নন্দিনী ভালোবাসত না। নন্দিনীর অন্য একজনের সাথে বিয়ে হয়, তাদের একটি মেয়ে আছে। কিন্তু তার স্বামী গাড়ি দুর্ঘটনায় মারা যায়। এরপরে রাহুলের সাথে আবার বিয়ে হয় নন্দিনীর। এভাবেই এগোতে থাকে ধারাবাহিক। রাহুলের ভূমিকায় অভিনয় করেছেন, রাহুল ব্যানার্জি আর নন্দিনীর ভূমিকায় দেখা গেছে সন্দীপ্তা সেনকে। এখনও এই ধারাবাহিক হটস্টারে দেখা যায়।
কিরণমালা (Kiranmala) : ২০১৪ সালে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হওয়া এই ধারাবাহিক আজও প্রাসঙ্গিক। আজও মানুষ হটস্টারে এই ধারাবাহিক আনন্দ সহযোগে দেখেন। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলির রুপকথার কাহিনীর উপর নির্ভর করে শুরু হয়েছিল এই ধারাবাহিক। রুপকথার কাহিনী দেখতে পছন্দ করতেন আট থেকে আশি সকলেই। আর এই ধারাবাহিকের জনপ্রিয়তা আজও অক্ষত।