বর্তমানে বিভিন্ন বিনোদন চ্যানেল গুলিতে নিত্যনতুন ধারাবাহিকের আনাগোনা। সাথে নতুন অভিনেতা অভিনেত্রী। অনেকেই ধারাবাহিক দিয়ে নিজেদের অভিনয় জীবন শুরু করে থাকেন। কারণ ধারাবাহিক এখন বিনোদনের জনপ্রিয় মাধ্যম। একটা ধারাবাহিক যত দীর্ঘমেয়াদি হবে অভিনেতা অভিনেত্রীদের পরিচয়টাও ততটাই গাঢ় হবে। অনেকেই অভিনয় দিয়ে নিজেদের আলাদা জায়গা তৈরী করে নেন। অনেকে আবার অসফলও হন। তাদের আর হয়তো পর্দায় দেখাই যায়না।
আজ এমনই কিছু অভিনেত্রীর কথা জানাবো যারা একসময় তাদের অভিনয় যাত্রা শুরুই করেছিল ধারাবাহিকের পার্শ্ব চরিত্র দিয়ে। লোকে তাদের সেরকম একটা চিনতনা। কারণ ধারাবাহিকে তাদের বেশি রোল ছিলনা। হাতে গোনা কয়েকটা শট। আবার কোনো কোনো অভিনেত্রী হয়েছিলেন খলনায়িকা, নায়িকা নয়। আবার কেউ কেউ প্রথমে লিড রোলে অভিনয় করে পরে আবার হয়ে গিয়েছেন পার্শ্ব চরিত্রে (Side Character)। কিন্তু তারা পর্দা থেকে একেবারে হারিয়ে যাননি। আসুন দেখে নেওয়া যাক, চরিত্রের অদল বদলের তালিকায় কারা কারা রয়েছেন।
অভিনেত্রী যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন বা করছেন :
View this post on Instagram
সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) : সকলের জনপ্রিয় মিঠাই রাণী। এই অভিনেত্রীর শুরুটা কিন্তু হয়েছিল পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমেই। তিনি প্রথম অভিনয় করেছেন কালারস বাংলায় ‘এ আমার গুরুদক্ষিণা’ তে। এই ধারাবাহিকে তার চরিত্র ছিল খলনায়িকা। এরপরে ‘জয় কালী কলকাত্তাওয়ালী’, ‘গোপাল ভাঁড়’, ‘অলৌকিক না লৌকিক’ ধারাবাহিকে। এরপরে তাঁর কাছে আসে লিড চরিত্রের প্রস্তাব। তাঁর প্রথম লিড চরিত্র সান বাংলার ‘কনে বউ’ ধারাবাহিকে। এরপর বর্তমানে আবারও সে লিড চরিত্রে অভিনয় করছে জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকে।
View this post on Instagram
রুশা চট্টোপাধ্যায় (Roosha Chatterjee) : এই অভিনেত্রী সকলের কাছে জনপ্রিয় ঊষসী নামে। এই অভিনেত্রীর শুরুটা হয়েছিল পার্শ্ব চরিত্রে অভিনয় করেই, তারপরে তাঁকে দেখা গিয়েছিল লিড চরিত্রে, কিন্তু ভাগ্যের পরিহাসে সে আবারও নেমে এসেছে পার্শ্ব চরিত্রে। অভিনেত্রীর শুরুটা হয়েছিল স্টার জলসার ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে পার্শ্ব চরিত্র দিয়েই। এরপরই তিনি লিড চরিত্রে সুযোগ পান ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকে। কিন্তু ভাগ্যের পরিহাসে আবারও তিনি পার্শ্ব চরিত্রে অভিনয়ের সুযোগ পান, ‘কুসুম দোলা’, ‘সাত ভাই চম্পা’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘শ্রীময়ী’ ধারাবাহিকে।
View this post on Instagram
রুকমা রায় (Rooqma Roy) : সকলের জনপ্রিয় রাম্পি জুটির মাম্পি। টলিউডের বেশ সুন্দরী অভিনেত্রী। যাকে বর্তমানে আমরা জি বাংলার ‘লালকুঠি’ ধারাবাহিকে অনামিকার চরিত্রে দেখা যাচ্ছে। এই অভিনেত্রীর শুরুটা হয়েছিল ‘কিরণমালা’ ধারাবাহিকের লিড চরিত্রের মধ্যে দিয়ে। তারপর ‘কুন্দ ফুলের মালা’ -তেও লিড রোলে অভিনয় করেছেন। কিন্তু তারপরে ‘প্রতিদান’, ‘ঠাকুমার ঝুলি’, ‘বাঘবন্দি খেলা’, ‘খড়কুটো’ , ‘দেশের মাটি’ প্রভৃতি ধারাবাহিকে পার্শ্ব চরিত্রেই অভিনয় করেছেন। তবে বর্তমানে লালকুঠিতে লিড রোলেই দেখা যাচ্ছে।
View this post on Instagram
ইধিকা পাল (Idhika Paul) : বর্তমানে অভিনেত্রীকে জি বাংলার ‘পিলু’ ধারাবাহিকে রঞ্জার চরিত্রে দেখা যাচ্ছে। এই ধারাবাহিকে তাঁকে পার্শ্ব চরিত্রে দেখা যাচ্ছে। কিন্তু অভিনেত্রীকে ‘রিমলি’ ধারাবাহিকে রিমলির চরিত্রে দেখা গিয়েছিল। অভিনেত্রীর শুরু টা হয়েছিল পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়েই। তাঁর শুরুটা হয়েছিল কালার্স বাংলার ‘আরব্য রজনী’ দিয়ে। এটাতেও তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ , ‘কপালকুণ্ডলা’, ‘পিলু’ ধারাবাহিকে।