অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। যাকে আমরা দেখেছি জি বাংলার পর্দায় ত্রিনয়নী ধারাবাহিকে। এই ধারাবাহিক থেকেই সে জনপ্রিয়তা পেয়েছিল। তারপরে তাঁকে দেখা গিয়েছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’ -তে নোয়া চরিত্রে। খুব অল্প সময়ের মধ্যেই তিনি জনপ্রিয় হয়ে যান। ধারাবাহিকের চরিত্রের থেকে ট্রোলে বেশি জনপ্রিয় হয়েছেন।
তাঁর রূপের কারণে হোক, কিংবা তাঁর প্রেমজ জীবনের কারণেই হোক সবসময় সে ট্রোলের শিকার। তবে এই নয় যে ট্রোল শুনে চুপ করে থাকবে, সেও মোক্ষম জবাব দেয়। তবে জবাব দিলেও ট্রোল তো থামেনা। এই তো কিছুদিন আগে, এক নেট নাগরিক তাঁর কাছে জানতে চেয়েছে, ‘ত্রিনয়নীর নায়িকাকে জিজ্ঞেস করব, আমার ভবিষ্যতের বউ এখন কার সাথে কি করছে? দেখি কত বড় পন্ডিত হইছে।
View this post on Instagram
‘এই পোস্টের কমেন্টে এক নেট নাগরিক অশ্রাব্য গালি ব্যবহার করেলেখেন, ‘ইস্ ওটা নায়িকা, ওর থেকে তো আমাদের পাড়ার চম্পা ঠাকুমাকে অনেক ভালো দেখতে’। এই মন্তব্য দেখে চুপ করে থাকেননি শ্রুতি, সেও পাল্টা জবাব দিয়ে লেখেন, ‘দেখতে ভালো বলেই নয় বলেই আপনার পাড়ার চম্পা ঠাকুমাকে কেউ চেনে না।
আর আপনার বন্ধু আমাকে নিয়ে স্ট্যাটাস দেয় আর ঠাকুর যেন আপনাকে কন্যা সন্তান না দেয়, কারণ সে যদি তথাকথিত সুন্দরী এবং ফর্সা না হয় তাহলে তথাকথিত একজন ভয়ংকর দে ভবিষ্যতে তাকে এই ভাবেই খিস্তি করবে যেভাবে আপনি আমায় করলেন’। অভিনেত্রীকে ‘দেশের মাটি’ ধারাবাহিকের পর আর কোথাও দেখা যায়নি, তাঁকে দেখা যায় সোশ্যাল মিডিয়ার পর্দায় ট্রোলের জবাব দিতে।
View this post on Instagram
তবে সম্প্রতি শোনা যাচ্ছে, তাঁকে আবারও দেখা যাবে টিভির পর্দায়। ২৫ সেপ্টেম্বর (৮ আশ্বিন), রবিবার কালার্স বাংলার পর্দায় মহিষাসুরমর্দিনী (Mahisasurmardini) সম্প্রচার হবে। দেবীর দশটি রূপকে দেখানো হবে। এই মহিষাসুরমর্দিনীতে মা কালীর ভূমিকায় দেখা যাবে শ্রুতি দাসকে। মা কালীর রূপে তাঁকে বেশ মানিয়েছে, মাথা ভর্তি চুল, গা ভর্তি গয়না তাঁকে কালীকা শক্তিতে রূপান্তরিত করেছে। এবারের মহিষাসুরমর্দিনীতে শ্রুতি দাস ছাড়াও থাকছেন, টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত , যিনি থাকছেন দেবী দুর্গার রূপে (Rituparna Sengupta as Devi Durga)।
View this post on Instagram
দেবী কমলার রূপে থাকছেন, ডোনা ভৌমিক। দেবী বগোলার ভূমিকায় থাকছেন তিতিক্ষা দাস। দেবী ভুবনেশ্বরী হচ্ছেন অদ্রিজা রায়। দেবী ত্রিপুরাসুন্দরীর বেশে দেখা যাবে দেবলীনা দত্তকে। দেবী ভৈরবী- রিমঝিম মিত্র। দেবী চিন্নামস্তার ভূমিকায় দেবাদৃতা বসু। মা তারা হচ্ছেন সংঘমিত্রা তালুকদার। দেবী মাতঙ্গীর রূপে থাকছেন ঐন্দ্রিলা শর্মা। দেবী ধুমাবতী হচ্ছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়।